Advertisement

Gadar 2: কার্গিল বিজয় দিবসে প্রকাশিত হল গদর-২-র ট্রেলার

বুধবার কার্গিল বিজয় দিবস উপলক্ষে গদর 2-এর ট্রেলার প্রকাশিত হয়। একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ট্রেলার প্রকাশিত হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, সানি দেওল, আমিশা প্যাটেল, অনিল শর্মা, উৎকর্ষ শর্মা, শারিক প্যাটেল, সিমরত কৌর, অলকা ইয়াগনিক, জুবিন, আদিত্য নারায়ণ প্রমুখ। সানি দেওল বলেন, গদর এক প্রেম কথার জন্য ভক্তদের কাছে তিনি কৃতজ্ঞ। আমি আশ্বাস দিচ্ছি গদর ২ সবাইকে বিনোদন দেবে।

TAGS:
Advertisement
POST A COMMENT