scorecardresearch
 

Varun-Kriti-Prosenjit in Bhediya Promotions: 'ভেড়িয়া'-র প্রচারে শহরে বরুণ, কৃতি! ব্যস্ততার মাঝেও শুভেচ্ছা জানাতে হাজির প্রসেনজিৎ

Varun-Kriti-Prosenjit in Bhediya Promotions: 'ভেড়িয়া'-র প্রচারে শহরে বরুণ, কৃতি! ব্যস্ততার মাঝেও শুভেচ্ছা জানাতে হাজির প্রসেনজিৎ

আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন অভিনীত ছবি 'ভেড়িয়া'। দেশের বিভিন্ন প্রান্তে চলছে অমর কৌশিক পরিচালিত এই ছবির শেষ মুহূর্তের প্রচার। মঙ্গলবার কলকাতায় হাজির হয়েছিলেন ছবির কলাকুশলীরা। উপস্থিত ছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পালিন কাবাক ও ছবির প্রযোজক দীনেশ বিজন। এদিন শহরের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে, 'ভেড়িয়া'-র টিমের সঙ্গে দেখা করতে ও বরুণকে আগামী ছবির জন্য শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউড সুপারস্টারের মুখে প্রশংসা শুনে, আপ্লুত বরুণ।