Advertisement
মনোরঞ্জন

Urfi Javed-এর খোলা পিঠে বাঁধা শুধু ফিতে, নেটিজেনদের ট্রোল, 'বোন, কাপড় পরে নাও'

  • 1/6

এবার পোশাকের সঙ্গে উত্তাল নাচে ভাইরাল অভিনেত্রী উরফি জাভেদ। 'বিগ বস ওটিটি' খ্যাত উরফি ইদানিং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে পড়েছেন। 
 

  • 2/6

প্রতিনিয়ত বাড়ছে তাঁর ভক্ত ও অনুরাগীর সংখ্যা। উরফি জাভেদের শেষ ভিডিওটি চর্চার কেন্দ্রে। অভিনেত্রীকে প্রায়ই তাঁর অদ্ভুত পোশাকের জন্য ট্রোলের শিকার হতে দেখা যায়। 
 

  • 3/6

সম্প্রতি, উরফি জাভেদ নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন, তাতে তাঁকে একটি ইংরেজি গানে নাচতে দেখা যায়।
 

Advertisement
  • 4/6

উরফিকে এই ভিডিওতে দেখা যাচ্ছে, পিঠ খোলা জামায় নাচ করতে। ব্যাকলেস ডোরি টপ এবং সাদা ফিটেড জিন্স পরে থাকতে তাঁকে দেখা যায়। এর পাশাপাশি হাল্কা ন্যুড মেকআপে নিজেকে সাজান উরফি। 

  • 5/6

এই ভিডিও দেখে আবারও ব্যবহারকারীদের ট্রোলের মুখে পড়েন তিনি। উরফিকে টার্গেট করতে ব্যস্ত। কেউ লেখেন, ‘তুমি খুব খারাপ নাচ।' অন্য আবার, "দিদি, পুরো জামাকাপড় পরুন।" বলে মন্তব্য করেন।
 

  • 6/6

এর আগে নীল বিকিনিতে নিজের কিছু ছবি পোস্ট করেছিলেন উরফি। তাঁর কোমরে বাঁধা ছিল সরোং। বিকিনি পরে সমুদ্র সৈকতে দেখা গেছিল তাঁকে। উরফির এই সাহসী এবং গ্ল্যামারাস ছবিগুলি দেখার পরে, ভক্তদের তাদের চোখ ফেরানো কঠিন হয়ে উঠছিল।

Advertisement