scorecardresearch
 

Sujan Dasgupta death-heart attack symptoms: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু একেন বাবুর স্রষ্টার, আচমকা হার্ট অ্যাটাকের আগে কী কী লক্ষ্মণ?

গত ১৮ জানুয়ারি দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউ সংলগ্ন বাইপাসের ধারে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় একেনবাবু স্রষ্টা সুজন দাশগুপ্তের দেহ। প্রাথমিকভাবে এই মৃত্যু রহস্যজনক মনে হলেও পরে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে যে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে লেখক সুজন দাশগুপ্তের। দেহের বাইরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হৃদরোগের ঝুঁকি কীভাবে কমানো যায় আর এর আগাম উপসর্গগুলি কী কী জেনে নেওয়া যাক।

Advertisement
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় লেখক সুজন দাশগুপ্তের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় লেখক সুজন দাশগুপ্তের
হাইলাইটস
  • গত ১৮ জানুয়ারি দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউ সংলগ্ন বাইপাসের ধারে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় একেনবাবু স্রষ্টা সুজন দাশগুপ্তের দেহ।
  • ময়নাতদন্তের রিপোর্ট জানাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুজন দাশগুপ্তের।
  • বর্তমান জীবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমেই বেড়ে গিয়েছে। শুধু বয়স্করাই নন, অনেক তরুণ-তরুণীও এই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন, যার বহু উদাহরণ রয়েছে।

গত ১৮ জানুয়ারি দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউ সংলগ্ন বাইপাসের ধারে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় একেনবাবু স্রষ্টা সুজন দাশগুপ্তের দেহ। প্রাথমিকভাবে এই মৃত্যু রহস্যজনক মনে হলেও পরে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে যে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে লেখক সুজন দাশগুপ্তের। দেহের বাইরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হৃদরোগের ঝুঁকি কীভাবে কমানো যায় আর এর আগাম উপসর্গগুলি কী কী জেনে নেওয়া যাক। 

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সুজন দাশগুপ্তের
ময়নাতদন্তের রিপোর্ট জানাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুজন দাশগুপ্তের। তার মুখে রক্তের দাগও পাওয়া গিয়েছে। সেই সময় লেখক বাড়িতে একাই ছিলেন। তাঁর স্ত্রী সহ পরিবার ছিল বোলপুরে।  

ঝুঁকি বেড়েছে হৃদরোগের
বর্তমান জীবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমেই বেড়ে গিয়েছে। শুধু বয়স্করাই নন, অনেক তরুণ-তরুণীও এই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন, যার বহু উদাহরণ রয়েছে। গত বছর বিনোদন জগতের একাধিক তারকা এই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অথচ তাঁদের বয়সও সেরকম ছিল না। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ সিদ্ধার্থ সূর্যবংশী, কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায়, বলিউডের খ্যতনামা গায়ক কেকে এঁরা সকলেই মারা গিয়েছেন আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে। 

আরও পড়ুন: Sujan Dasgupta: প্রয়াত একেন চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্ত, মৃত্যুতেও রেখে গেলেন রহস্যের ছাপ

সাবধান হয়ে যান ৪০-এর কোঠা পেরোলেই
চিকিৎসকরা জানাচ্ছেন, বয়স চল্লিশের কোঠা পেরোলেই হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়। এই সময় খুব সাধারণ উপসর্গও অবহেলা করা ঠিক নয়। বর্তমান সময়ে কাজের চাপ এতটাই বেশি এবং আমরা এতবেশি ভার্চুয়াল জগতে নিজেদের সময় কাটাই যে হাঁটাচলা করা কমেই গিয়েছে। এমনকী সারাদিন বসে বসে কাজ করার ফলে অনেকটাই বেড়েছে স্বাস্থ্যজনিত সমস্যা। এর মধ্যে অন্যতম হল হৃদযন্ত্রের সমস্যা। শীতে হৃদরোগের হার অনেকটাই বেড়ে যায়। তবে এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে করোনা ভাইরাসের পার্শ্ব প্রতিক্রিয়া। তবে কিছু উপসর্গ আমাদের আগাম সতর্ক করে দেয়। সেটা যদি বুঝতে পারি তবে অনেকটাই এই ঝুঁকি থেকে রেহাই পাওয়া যাবে। 

Advertisement

হৃদরোগের আগের উপসর্গ
-শরীরচর্চা করার পর যদি দেখেন আপনার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে অথবা হাঁপিয়ে যাচ্ছেন তবে এটা হৃদরোগের লক্ষণ হতে পারে। 
-রাতে ঘুমনোর সময় মাঝরাতে যদি শ্বাসকষ্ট হয়, তবে বিষয়টি এড়িয়ে না গিয়ে যত শীঘ্র সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।
-সিঁড়ি দিয়ে কিছুটা ওঠার পরেই বুক ধড়ফড় করতে থাকে। শ্বাস নিতে অসুবিধা হয়। এমন উপসর্গ হৃদযন্ত্রের ভালভে সমস্যা থাকলে দেখা যায়। এছাড়াও,বিশেষজ্ঞদের কথায়, এটি দুর্বল হৃদযন্ত্রের লক্ষণ হতে পারে। 
অতএব এই উপসর্গগুলি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও বয়স্ক মানুষ, বিশেষ করে যাঁদের আগে হালকা হার্ট অ্যাাক হয়েছে তাঁদের কোনও সময়ই বাড়িতে একা রেখে যাওয়া ঠিক নয়। 

   

Advertisement