চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ মনোযোগ আর যত্নের সাথে যেটি করছেন নুসরত ফারিয়া (Nusraat Faria), তা হল গান। সংখ্যায় খুব অল্প হলেও দারুণ আলোচিত তাঁর এ সব কাজ। রবিবার ৭ নভেম্বর SVF-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেল তাঁর নতুন গান 'হাবিবি'। গানের সময় সব মিলিয়ে ৩ মিনিট ১০ সেকেন্ড হলেও এর জন্য ৩ সপ্তাহ লাগাতার পরিশ্রম করতে হয়েছে নুসরত-কে। ‘হাবিবি’র কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। মিউজিক ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন বাবা যাদব।
ফেসবুক পোস্টে নুসরত ফারিয়া লেখেন, 'আমি শুটিংয়ের ২০ দিন আগে থেকে গানের জন্য প্রস্তুত হচ্ছিলাম। নিজেকে সুন্দর এবং ফিট দেখানোর চাপে ছিলাম। তারও পরে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলাম। ১৪ অক্টোবর শুটিং করি, ১৫ তারিখ ছিল পরীক্ষা। খিটখিটে হয়েছিলাম, বেশিরভাগ সময় কিছুই ভালো লাগতো না। সময়টা আমার কাছের মানুষদের জন্য খুব একটা সহজ ছিল না। সারাক্ষণই একটি ভালো কন্টেন্ট তৈরির চাপে থাকতাম। তবে আপনারা দেখতে পাবেন মাত্র ৩ মিনিট ১০ সেকেন্ড।'
বছর তিনেক আগে ‘পটাকা’ নামে প্রথম গানে কণ্ঠ দিয়েছিলেন নুসরত ফারিয়া। বেশ ভালোই আলোচনায় আসে তার গাওয়া এ গানটি। পরে ‘আমি থাকতে চাই’ শিরোনামে আরেকটি গান গেয়ে আলোচিত হন তিনি।
গানের প্রসঙ্গে নুসরত একটি সাক্ষাৎকারে বলেন, 'প্রায় ৩ বছর আগে আমার প্রথম গান 'পটাকা' প্রকাশিত হয়েছিল। গানটা যদি শ্রোতারা গ্রহণ না করতেন তাহলে পরের গান 'আমি থাকতে চাই' প্রকাশিত হতো না। শ্রোতারা চেয়েছেন বলেই গানগুলো গেয়েছি। ভারতের নামি প্রযোজনা প্রতিষ্ঠান সংস্থা এসভিএফ আমার গান প্রকাশ করছে। সেই গান ২টির ধারাবাহিকতায় আমার এই নতুন গান। আসলে প্রতিটা কাজ ভালোবেসে করি। ভালোবেসে কাজ করলে সেটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে।'