নতুন বাংলা ওয়েব সিরিজ (ছবি: সংগৃহীত)কোভিড অতিমারীর সময় মূলত ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করে এগিয়েছে চলচ্চিত্র জগৎ। এরপর থেকে ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) হইচই (Hoichoi), নতুন বছরে দর্শকদের জন্য উপহার দিতে চলেছে একগুচ্ছ নতুন কনটেন্ট।
২০২৬ সালের ১২ মাসের ১২ নতুন গল্পের ঘোষণা হল। কিছু সিরিজের যেমন দ্বিতীয় বা তৃতীয় সিজন আসছে, সেরকম থাকছে ৬ নতুন গল্প। পুরনোদের সঙ্গে নতুনভাবে যুক্ত হচ্ছেন টলিপাড়ার অন্যান্য তাবড় শিল্পীরা। বাংলা বিনোদনের জন্যে হইচই-র ঝুলিতে রয়েছে নানা চমক।
'হইচই'-র একগুচ্ছ নতুন কনটেন্ট (Hoichoi New Web Series)
কালরাত্রি ২: সৌমিতৃষা কুন্ডু অভিনীত এবং অয়ন চক্রবর্তী পরিচালিত 'কালরাত্রি ২' ইতিমধ্যেই হইচই -র পর্দায় দেখা যাচ্ছে। এই সিজনের গল্পে রয়েছে অপ্রত্যাশিত মোড়।
নিকষছায়া ২: দর্শক মনে ভালই সাড়া ফেলেছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের 'নিকষছায়া'। এবার আসছে এই সিরিজের দ্বিতীয় সিজন। তবে 'নিকষছায়া ২'-তে পরিচালনার দায়িত্ব রয়েছে সায়ন্তন ঘোষালের কাঁধে। অভিনয়ে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু। ২৩ জানুয়ারি থেকে দেখা যাবে ভাদুড়ি মশাইয়ের এই গল্প।
আরও পড়ুন: পরিবারের কূটকচালি, কমবয়সী প্রেম অতীত! মধ্যবয়সী দম্পতির গল্পের স্রোতেই ভাসছে বাংলা সিরিয়াল?
মন্টু পাইলট থ্রি: ২০১৯ সালের একেবারে শেষে স্ট্রিমিং শুরু হয় দেবালয় ভট্টাচার্য পরিচালিত'মন্টু পাইলট'। এই সিরিজের পর ওয়েব দুনিয়ায় আরও পাকাপাকি জায়গা করে নেন অভিনেতা সৌরভ দাস। প্রথম সিজনের চূড়ান্ত সাফল্যের প্রায় আড়াই বছর পর আসে'মন্টু পাইল্ট'-র সিজন ২। দ্বিতীয় সিজনও সফল। প্রথমে সিজনে ছিলেন শোলাঙ্কি রায় এবং দ্বিতীয় সিজনে দেখা যায় রাফিয়াথ রশিদ মিথিলাকে। তবে এবার সিরিজে ফিরছেন শোলাঙ্কি।
একেন বাবু, পুরুলিয়া পাকড়াও: গত কয়েক বছর ধরে ব্যোমকেশ, ফেলুদা, মিতিন মাসির পাশাপাশি আরও এক গোয়েন্দা বাঙালির মনে যথেষ্ট জায়গা করে নিয়েছে। তিনি হলেন একেন্দ্র সেন ওরফে একেন বাবু। এই চরিত্র অবলম্বনে তৈরি হয়েছে একাধিক ওয়েব সিরিজ। ওটিটি -র পর বড় পর্দাতেও অভিনেতা অনির্বাণ চক্রবর্তী একেবারে সুপারহিট। দর্শকদের জন্য রয়েছে সুখবর। ফের আসছে তাদের প্রিয় গোয়েন্দা চরিত্র, একেন বাবুর নতুন ওয়েব সিরিজ। এবার দুই সঙ্গীকে নিয়ে পুরুলিয়ায় রহস্যের সমাধান করবেন একেন বাবু।
এডভোকেট অচিন্ত্য আইচ ৩: উকিল 'অচিন্ত্য আইচ'। নামটার সঙ্গে কমবেশি অনেকেই পরিচিত। উইটি অথচ, ক্ষুরধার। স্মার্ট অ্যাটিটিউড না থাকলেও, কেস সলভ করতে অত্যন্ত কূট বুদ্ধির অধিকারি। বাঘা বাঘা উকিলদের এমন প্যাঁচে ফেলতে পারেন, যে ঘুরে দাঁড়ানোর কোনও সেকেন্ড চান্সই থাকে না। 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-র তৃতীয় সিজন আসছে। এবারও সকলের নজর কাড়বেন ঋত্বিক চক্রবর্তী।
বীরাঙ্গনা ২: সন্দীপ্তা সেন অভিনীত 'বীরাঙ্গনা' -র প্রথম সিজন দর্শকদের ভীষণ পছন্দ হয়েছিল। ডেবিউ সিরিজে সকলের নজর কেড়েছিলেন নীরঞ্জন মণ্ডল। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজের দ্বিতীয় সিজনে নীরঞ্জন অভিনয় করবেন কিনা, তা এখনও জানা যায়নি। তবে সন্দীপ্তা থাকছেন, তা নিশ্চিত।
আরও পড়ুন: কেন এখনও বিয়ে করতে পারছেন না অঙ্কুশ, ঐন্দ্রিলা? মনের কথা জানালেন টলি জুটি
আদালত ও একটি মেয়ে: সময়টা খুব ভাল যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়ের। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন নায়িকা। 'আবার প্রলয়', 'বহুরূপী', 'কিলবিল সোসাইটি'-তে কাজ করার পরে কৌশানীর কেরিয়ারের সাফল্য এই মুহূর্তে তুঙ্গে। নায়িকার ছবির গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এখনও। 'কিলবিল সোসাইটি'-তে ডিগ্ল্যাম লুকে পূর্ণা আইচের চরিত্রে সকলের নজর কাড়ার পর, 'রক্তবীজ ২'-তেও তার কাজ প্রশংসিত। 'ডান্স বাংলা ডান্স'- নাচের রিয়্যালিটি শোয়ের বিচারক আসনে বসেছিলেন তিনি। বড় পর্দা, ছোট পর্দার পরে, এবার ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন নায়িকা। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'আদালত ও একটি মেয়ে'-তে মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশানীকে।
ঠাকুরমার ঝুলি: কৌশানী মুখোপাধ্যায়ের ছাড়াও হইচই-র মাধ্যমে এবছরই ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন আরও এক টলি নায়িকা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এবার দেখা যাবে ওয়েব সিরিজে। তবে রয়েছে আরও এক চমক। ঠাকুমার ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী। অন্যদিকে তাঁর নাতনির চরিত্রে থাকছেন টেলি অভিনেত্রী দিব্যানি মণ্ডল। ছোট পর্দার ফুলকি- দিব্যাণীরও এই সিরিজের মাধ্যমে ওটিটি-তে ডেবিউ হচ্ছে।
রক্ত ফলক: পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে, এই সিরিজে বড় চমক থাকছে।
কুইনস: ফের একবার, ওয়েব সিরিজে মিমি চক্রবর্তী। নির্ঝর মিত্রের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ 'ক্যুইনস'।
গোয়েন্দা আদিত্য মজুমদার: গোয়েন্দা গল্প বাঙালির বরাবর প্রিয়। এবার আরও এক নতুন গোয়েন্দা চরিত্র পেতে চলেছেন দর্শক। এবার রহস্য ভেদ করতে আসছে গোয়েন্দা আদিত্য মজুমদার। নাম ভূমিকায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ওয়েব সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন, অরিত্র সেন।
আরও পড়ুন: কত টাকার মালিক দেব? অভিনেতা, সাংসদের মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে
কুহেলি: নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন অদিতি রায়। 'কুহেলি'-তে মুখ্য চরিত্রে দেখা যাবে, ঋদ্ধিমা ঘোষ, সুস্মিতা দে ও অঙ্গনা রায়। দিব্যাণীর মতো এই সিরিজের মাধ্যমে ওটিটি-তে ডেবিউ হচ্ছে োট পর্দার 'কথা', টেলি অভিনেত্রী সুস্মিতার। মূলত তিন বোনের গল্প ফুটে উঠবে এই সিরিজে।