Bengali Serial New Trend: পরিবারের কূটকচালি, কমবয়সী প্রেম অতীত! মধ্যবয়সী দম্পতির গল্পের স্রোতেই ভাসছে বাংলা সিরিয়াল?

Bengali Television: মধ্যবয়সী দম্পতিদের নিয়ে ধারাবাহিক নতুন নয়। উল্টে বাংলা টেলিভিশিনের গত কয়েক বছরের ট্রেন্ড দেখলে বোঝা যায়, এই ধরনের মেগা বেশ পছন্দ করছে দর্শক।

Advertisement
কূটকচালি, কমবয়সী প্রেম অতীত! মধ্যবয়সী দম্পতির গল্পের স্রোতেই ভাসছে বাংলা সিরিয়াল?বাংলা সিরিয়ালের আপডেট

সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় থেকে শুরু করে, গল্প নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল। 

কমলা নিবাস

২০২৬ সালের শুরু থেকেই বেশ কয়েকটি নতুন ধারাবাহিক আসার খবর পাওয়া যাচ্ছে। সে তালিকায় নাম জুড়তে চলেছে জি বাংলার 'কমলা নিবাস'-র। এক মধ্যবয়সী দম্পতির গল্প ফুটে উঠবে ছোটপর্দায়। মুখে চরিত্রে, দুই দাপুটে অভিনেতা। এবার টেলিভিশনের পর্দায় জুটিতে কাজ করবেন দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্ত। 'অলীক সুখ' ছবির পর ফের তাঁদের একসঙ্গে নতুন ধারাবাহিকে দেখবেন দর্শক। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে প্রোমো। 

মধ্যবয়সী দম্পতির গল্প 

তবে মধ্যবয়সী দম্পতিদের নিয়ে ধারাবাহিক নতুন নয়। উল্টে বাংলা টেলিভিশিনের গত কয়েক বছরের ট্রেন্ড দেখলে বোঝা যায়, এই ধরনের মেগা বেশ পছন্দ করছে দর্শক। সাংসারিক কূটকচালি, নায়ক-নায়িকার আদ্যোপান্ত প্রেমের ভিড়ের মধ্যে দুই পরিণত মানুষের ভালোবাসার ভিন্ন স্বাদের গল্প দর্শকের মন বেশ স্পর্শ করছে। 

আরও পড়ুন: কেন এখনও বিয়ে করতে পারছেন না অঙ্কুশ, ঐন্দ্রিলা? মনের কথা জানালেন টলি জুটি

লক্ষ্মী কাকিমা সুপারস্টার

এর আগেও জি বাংলায় মধ্যবয়সী দম্পতির গল্প 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' দর্শকের মনের বেশ কাছে পৌঁছেছিল। এই মেগাতে দেখা গিয়েছিল দেবশঙ্কর হালদার অপরাজিতা আঢ্যকে। এক মধ্যবিত্ত পরিবারের মধ্যবয়স্কা নারী লক্ষ্মী। পরিবারের সকলের যত্ন করে সংসার সামলানোর  পাশাপাশি, একটি মুদিখানা দোকান চালায় সে। স্বামীর গঞ্জনা, অবহেলা সহ্য করেও মুখের হাসি বিলিন হয় না তার। মূলত লক্ষ্মীর জীবন সংগ্রামের গল্পই তুলে ধরা হয়েছিল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকে।  শুরুর কয়েকদিনের মধ্যেই দর্শকদের মন জয় করেছিল লক্ষ্মী কাকিমা- অভিনেত্রী অপরাজিতা। আর সে প্রমাণ মিলেছে টিআরপি তালিকাতে। রেটিং চার্টে স্থান ওঠা-নামা করলেও বেশীরভাগ সপ্তাহে প্রথম দশেই থাকত এই মেগা।

Advertisement

চিরসখা

অন্যদিকে স্টার জলসায় বর্তমানে দেখা যাচ্ছে মধ্যবয়সী দুটি মানুষের জীবনের গল্প । অপরাজিতা ঘোষ ও সুদীপ মুখোপাধ্যায় অভিনীত 'চিরসখা' বেশ চর্চিত। সাংসারিক কূটকচালি, নায়ক-নায়িকার আদ্যোপান্ত প্রেমের ভিড়ের মধ্যে দুই পরিণত মানুষের ভালোবাসার ভিন্ন স্বাদের গল্প দর্শকের মন বেশ স্পর্শ করছে। সমাজের তৈরি করে দেওয়া নানা অযৌক্তিক নিয়ম ভেঙে, কীভাবে ভাল থাকা যায় তা ফুটে উঠেছে এই মেগাতে। সেই সঙ্গে প্রেমের যে কোনও বয়স হয় না এবং বন্ধুত্ব চির জীবন অটুট রেখে, স্বামী- স্ত্রী হয়েও যে চিরসখা হয়ে থাকা যায়, সে উদাহরণ দেখিয়েছে কমলিনী ও সৌজন্যর সম্পর্ক। রেটিং চার্টে স্থান ওঠা-নামা করলেও বেশীরভাগ সপ্তাহে প্রথম দশেই থাকে এই মেগা। সেই সঙ্গে নেটমাধ্যমেও বেশ চর্চিত এই ধারাবাহিক।

আরও পড়ুন:  কত টাকার মালিক দেব? অভিনেতা, সাংসদের মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে
  

প্রসঙ্গত, ছোট পর্দায় মধ্যবয়সী দম্পতির গল্প বলার সেই স্রোতেই প্রবাহমান নতুন মেগা 'কমলা নিবাস'। প্রোমো প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই অপেক্ষা করে আছেন, কবে দেখা যাবে তা নিয়ে। যদিও এই মেগার স্লট এখনও সামনে আনা হয়নি। তবে বলাই বাহুল্য, অন্যান্য মেগাকে জব্বর টক্কর দিতে পারে এই ধারাবাহিক, সে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 
 

POST A COMMENT
Advertisement