Advertisement

Deboshree Roy- Chemistry Masi Shooting Video: ওয়েবে ডেবিউ করছেন দেবশ্রী, কীভাবে শ্যুটিং চলছে 'কেমিস্ট্রি মাসি-র?

বড় পর্দা- ছোট পর্দার পর এবার নতুন মাধ্যমে ডেবিউ করতে চলেছেন দেবশ্রী রায়। সৌরভ চক্রবর্তীর পরিচালনায় আসছে হইচই-র নতুন সিরিজ 'কেমিস্ট্রি মাসি'। এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, ঋত্বিকা পালের মতো শিল্পীরা। নতুন সিরিজে দেবশ্রী একজন মধ্যবয়সী ভ্লগারের ভূমিকায় অভিনয় করবেন। যিনি রান্নার ভিডিওর মাধ্যমে রসায়নের প্রতি তার ভালোবাসা সকলকে শেখান। কীভাবে চলছে সিরিজের শ্যুট? নতুন মাধ্যমে কাজ করা কতটা উপভোগ করছেন দেবশ্রী? রইল ভিডিও...

Advertisement
POST A COMMENT