Advertisement

Sairity Banerjee Exclusive: টলিউডেও কেন ইন্টিমেসি কো-অর্ডিনেটর প্রয়োজন? সোজাসাপ্টা উত্তর দিলেন সৈরিতি

বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ সৈরিতি বন্দ্যোপাধ্যায়। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু হলেও, এরপর ছোট পর্দায় একের পর এক চরিত্রে অভিনয় করে সকলের মনের কাছে পৌঁছে যান তিনি। ৬ ডিসেম্বর থেকে হইচই- বাংলা ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হয়েছে 'কালরাত্রি'। নতুন ওয়েব সিরিজে 'রাই' চরিত্রটি সকলের নজর কাড়ছে। এই চরিত্রে রয়েছেন সৈরিতি। ধূসর, সাহসী এবং কৌতূহলী এই চরিত্র ক্রমশ রহস্য বাড়াচ্ছে। সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স দেখেই কি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়া হয়? এত বছরের কেরিয়ারে কোনও অভিমান আছে? বোল্ড লুক থেকে ইন্ডাস্ট্রির নানা অজানা কথা নিয়ে bangla.aajtak.in-র সঙ্গে মনখোলা আড্ডা দিলেন সৈরিতি।

Advertisement
POST A COMMENT