Advertisement

Soumitrisha Kundoo Exclusive: 'সুপারস্টারের নায়িকা হওয়ার পর বেছেই চরিত্র নিতে হয়...', মনখোলা আড্ডায় সৌমিতৃষা

Soumitrisha Kundoo: বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু। ছোট পর্দা থেকে বিনোদন জগতে হাতে খড়ি এবং পরিচিতি হলেও, এখন তিনি বড় পর্দারও নায়িকা। এবার সে তালিকায় যোগ হয়েছে আরও একটি মাধ্যম। ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করলেন বাংলা টেলিভিশনের মিঠাই। প্রথম সিরিজেই রয়েছে বড় চমক। মুখ্য চরিত্র- দেবীর ভূমিকায় রয়েছেন সৌমিতৃষা। 'কালরাত্রি'-র প্রথম লুক সামনে আসার পর থেকেই দারুণ উত্তেজনা দেখা যায় অনুগামীদের সঙ্গে। ৬ ডিসেম্বর থেকে হইচই-ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে 'কালরাত্রি'। দেবী হয়ে ওঠার জার্নি থেকে নিজের বিয়ে নিয়ে bangla.aajtak.in-র সঙ্গে মনখোলা আড্ডায় সৌমিতৃষা।

Advertisement
POST A COMMENT