scorecardresearch
 
 
মনোরঞ্জন

জন্মদিনে কালো বিকিনিতে সুইমিং পুলে গা ভেজালেন মৌনি! দেখুন ভিডিও

টেলিভিশনের
  • 1/10

টেলিভিশনের জনপ্রিয় 'নাগিন' অভিনেত্রী মৌনি রায়ের আজ জন্মদিন। জন্মদিন উদযাপন করতে ছুটিতে গেছেন মৌনি। বন্ধুদের সঙ্গে একটি স্প্ল্যাশও করেন।
 

জন্মদিন উদযাপনের
  • 2/10

জন্মদিন উদযাপনের আগে মৌনিকে বিকিনি পরে পুলে জলকেলি করতে দেখা যায়। মৌনি তাঁর ইন্সটা স্টোরিতে বিকিনিতে সেই ছবি শেয়ারও করেছেন।
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by mon (@imouniroy)

বিকিনিতে
  • 3/10

বিকিনিতে খোলা চুলে মৌনির লুকে আবারও উত্তাপ ছড়িয়েছেন ফ্যানেদের।

জন্মদিনের কেক
  • 4/10

জন্মদিনের কেক আর ছিমছাম ডেকোরেশনে চমৎকার সাজানো হয় পুল।
 

সাদা ড্রেসে
  • 5/10

সাদা ড্রেসে শ্যাম্পেনের গ্লাস হাতে সেক্সি লুকে মৌনি।

ঐতিহ্যশালী
  • 6/10

ঐতিহ্যশালী পোশাক হোক বা বিকিনি, বোল্ড স্টাইলে মৌনির প্রতিটি লুকই অতুলনীয়।
 

অনুরাগীদের
  • 7/10

অনুরাগীদের মধ্যে উষ্ণতা ছড়াচ্ছে মৌনির এই সিজলিং লুক। অভিনেত্রীকে জন্মদিনের অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর এই লুকেরও প্রশংসা করছেন।
 

সম্প্রতি মৌনিকে
  • 8/10

সম্প্রতি মৌনিকে একটি নাচের রিয়েলিটি শো'তে দেখা  গেছিল। মৌনি তাঁর মিউজিক ভিডিও, দিল গলতি কর বেইঠা হ্যায়'-এর প্রচারর জন্য জুবিন নওটিয়ালের সঙ্গে শো''তে এসেছিলেন। মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে।
 

মৌনিকে
  • 9/10

মৌনিকে আগামীতে বোলে চুড়িয়া, মগুল ও ব্রহ্মাস্ত্র ছবিতে দেখা যাবে।
 

mouni roy
  • 10/10