scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Arijit Singh Birthday : কুমার শানুর পর একমাত্র অরিজিত্‍ সিংয়েরই রয়েছে এই রেকর্ড

অরিজিৎ সিং
  • 1/7

সঙ্গীত বিশেষজ্ঞরা বলেন, শিল্পীদের একটা সময় 'পিক টাইম' যায়। অর্থাৎ যে সময়টায় খ্যাতির শীর্ষে থাকেন সেই শিল্পী। আর বিশেষজ্ঞদের সেই কথা যদি সত্যি হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে বলা যায়, বর্তমান সময়ে যে সঙ্গীত শিল্পী বলিউড তথা গোটা ভারতকে নিজের সুরের মায়াজালে বেঁধে ফেলেছেন তিনি অরিজিৎ সিং (Arijit Singh)। 

অরিজিৎ সিং
  • 2/7

মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে যাত্রা শুরু করে, প্রথমে একটি রিয়ালিটি শো, এবং তারপর ধীরে ধীরে বলিউডে নিজের একটি ঘরানা তৈরি করে ফেলেছেন অরিজিৎ। আজ সেই অরিজিৎ সিংয়েরই জন্মদিন। 

আরও পড়ুন'বাদাম কাকু'র সঙ্গে গান হিরো আলমের, ভিউয়ার্স ছাড়াল কয়েকলাখ, দেখুন

অরিজিৎ সিং
  • 3/7

বলিউডে অরিজিৎ সিংয়ের প্রথম গান 'মার্ডার ২' ছবির 'ফির মোহব্বত' হলেও 'আশিকি ২' ছবির 'তুম হি হো' গানটি তাঁকে রাতারাতি খ্যাতির আকাশে পৌঁছে দেয়। 

Advertisement
অরিজিৎ সিং
  • 4/7

তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে। একের পর এক হিট গান ভক্তদের উপহার দিয়েছেন তিনি। সঙ্গে ঝুলিতে ভরেছেন পুরস্কারও। 

অরিজিৎ সিং
  • 5/7

বলিউডে কুমার শানুর পর একমাত্র অরিজিৎ সিং-ই এমন একজন শিল্পী যিনি পরপর ৫ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন (Filmfare Award for Best Male Playback Singer)। তিনি প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান ২০১৪ সালে। তারপর ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত একটানা ৫ বছর ওই পুরস্কারের দখল নেন তিনিই। 

অরিজিৎ সিং
  • 6/7

বর্তমানে মহম্মদ রফি ও অরিজিৎ সিং, উভয়েরই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সংখ্যা ৬। সর্বোচ্চ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড প্রাপকের তালিকায় এখন অরিজিৎ-এর সামনে শুধুই কিশোর কুমার, যাঁর সংগ্রহে ৮টি পুরস্কার। এছাড়া আরও অন্যান্য পুরস্কারেও ভূষিত হয়েছেন অরিজিৎ।

অরিজিৎ সিং
  • 7/7

মন মাতানো কণ্ঠস্বরের জাদুই নয়, শিল্পীর সাধারণ জীবনযাপনই আকৃষ্ট করে ভক্তদের। মুম্বইয়ের বিলাসবহুল লাইফস্টাইল থাকলেও এখনও জিয়াগঞ্জকে ভোলেননি তিনি। মাঝেমধ্যেই জিয়াগঞ্জের রাস্তায় তাঁর বিভিন্ন ছবি ভাইরাল হয়। এহেন শিল্পীর জন্মদিনকে ঘিরে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁর ভক্তরাও। 

Advertisement