scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Deepika Padukone at Cannes Film Festival : জুরি টেবিলে দীপিকা, সব্যসাচীর পোশাকে নায়িকার লুক ভাইরাল

Deepika Padukone Cannes Film Festival Sabyasachi Tropic of Kolkata Collection one
  • 1/9

Deepika Padukone at Cannes Film Festival: কান চলচ্চিত্র উৎসব 2022 শুরু হয়েছে। এ বছর বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই উৎসবের জুরির অংশ। ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রকাশ পেয়েছে এই অভিনেত্রীর ফার্স্ট লুক (ফটো ক্রেডিট - শালিনা নাথানি অফিসিয়াল / দ্য হাউস অফ পিক্সেল)

Deepika Padukone Cannes Film Festival Sabyasachi Tropic of Kolkata Collection two
  • 2/9

স্টাইলিস্ট শালিনা নান্থানি ইনস্টাগ্রামে দীপিকার লুক শেয়ার করেছেন। এবার দীপিকা পাড়ুকোন পোশাকের জন্য বেছে নিয়েছেন ভারতীয় ডিজাইনার। সব্যসাচীর পোশাকে দীপিকা পাড়ুকোনকে খুব সুন্দর লাগছে।

Deepika Padukone Cannes Film Festival Sabyasachi Tropic of Kolkata Collection three
  • 3/9

লুক নিয়ে কথা বললে, দীপিকার পরনে হালকা সবুজ রঙের প্যান্ট। এর সঙ্গে অফ-হোয়াইট প্রিন্টেড শার্ট ক্যারি করছেন তিনি। চুল বেঁধে তার ওপর স্কার্ফ জড়ানো। বাদামী চামড়ার স্ট্র্যাপ উইঞ্চড ঘড়ি হাতে বাঁধা।

আরও পড়ুন: কাঁচা বাদাম গানে মুগ্ধ The Kiffness, ভুবনের সঙ্গে কাজ করতে চান

আরও পড়ুন: শীতের ইমিউনিটি বুস্টার নলেন গুড়-তিলের নাড়ু, রয়েছে আরও ফায়দা

আরও পড়ুন: সাদা মনোকিনিতে Ananya Pandey, কার 'জালে' ধরা দিলেন!

Advertisement
Deepika Padukone Cannes Film Festival Sabyasachi Tropic of Kolkata Collection four
  • 4/9

প্যান্ট ও শার্টের সঙ্গে লেদার ব্রাউন বেল্ট পরা হয়। এর সঙ্গে দীপিকা পাড়ুকোন এই পোশাকের সাথে আনকাট হীরা এবং পান্না সোরোভস্কির ভারী নেকপিস পরেছেন।

Deepika Padukone Cannes Film Festival Sabyasachi Tropic of Kolkata Collection five
  • 5/9

ভারী ডিজাইনের নেকপিসের পাশাপাশি ভারী পুঁতির হিলও পরেছেন দীপিকা। নুড মেকআপ করেছেন তিনি। এ ছাড়াও হালকা হীরার কানের দুল পরা। সমুদ্রতীরে হাঁটার সময় পোজ দিচ্ছেন দীপিকা।

Deepika Padukone Cannes Film Festival Sabyasachi Tropic of Kolkata Collection six
  • 6/9

দীপিকা পাড়ুকোনের এই পোশাকটি সব্যসাচীর ট্রপিক অফ কলকাতা কালেকশনের। দীপিকা পাড়ুকোনের এই লুক নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। ভক্তরা এই অবতার খুবই পছন্দ করছেন।

Deepika Padukone Cannes Film Festival Sabyasachi Tropic of Kolkata Collection seven
  • 7/9

এক ভক্ত লিখেছেন, "ওএমজি দীপিকা তুমি প্রেম।" আরও এক ভক্ত লিখেছেন, "এ বছরও আমরা শাড়ি আশা করছি।" এবার জুরি সদস্যদের মধ্যে ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডনের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

Advertisement
Deepika Padukone Cannes Film Festival Sabyasachi Tropic of Kolkata Collection eight
  • 8/9

এ ছাড়া জুরি তালিকায় রয়েছেন অভিনেতা-পরিচালক রেবেকা হল, নুমি রেপেস এবং ইতালিয়ান অভিনেত্রী জেসমিন ট্রিনকা।

Deepika Padukone Cannes Film Festival Sabyasachi Tropic of Kolkata Collection nine
  • 9/9

এ ছাড়া পরিচালক আসগর ফারহাদি, ল্যাডজ লাই, জেফ নিকোলস এবং জোয়াকিম ট্রিয়ার এই প্যানেলের অংশ। লিন্ডন এবারের ৭৫তম আসরের প্রেসিডেন্ট হয়েছেন।

Advertisement