গত মার্চ মাস থেকে শুরু হয়েছে জি বাংলার ধারাবাহিক 'কড়ি খেলা' (Kori Khela)। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই মেগা। সিরিয়ালের মুখ্য দুই চরিত্র পারমিতা আর অপূর্ব। ভাগ্যচক্রে দু'জনেই হারায় প্রথম স্বামী ও স্ত্রীকে।
পারমিতা ওরফে পরীর ছেলের কুট্টুস ও অপূর্বের দুই সন্তানকে নিয়েই নতুন করে সংসার পাতে তাঁরা। প্রথমে পারমিতাকে মেনে নিতে না পারলেও, ধীরে ধীরে নতুন শ্বশুরবাড়ির সকলকের মন জয় করে পরী।
মাঝে এসেছে নানা বিপদ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই, অনেক স্বপ্ন নিয়ে নতুন 'বারান্দা' ক্যাফে শুরু করে পরী।
পারমিতাকে ফাঁসাতে তাঁর জা ঋতু এবং প্রতিদ্বন্দ্বী ক্যাফের মালিক মিলে তাঁদের অর্ডারের কেক-এ মিশিয়ে দেয় মারণ রাসায়নিক। যার ফলে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন।
পুলিশ পারমিতাকে গ্রেফতার করে। অপূর্ব কীভাবে বিপদ থেকে রক্ষা করবে তাঁর পরিবারকে? কী হবে এরপর? পারমিতা কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? আবার খুলবে বারান্দা ক্যাফের দরজা? সেই উত্তর মিলবে আগামী পর্বে।
প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯.৩০ টায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। টিআরপি -তে প্রায়ই প্রথম দশেই থাকে, 'কড়ি খেলা'। শেষ সামনে আসা টিআরপি তালিকা অনুসারে অষ্টম স্থানে রয়েছে 'কড়ি খেলা', পেয়েছে ৬.৯ রেটিং পয়েন্ট।