Advertisement
মনোরঞ্জন

Monalisa : বাগানে সাইকেল চালানোর চেষ্টা মোনালিসা 'ঝুমা বউদি'র, হলেন ট্রোলের শিকার!

  • 1/10

Monalisa: ভোজপুরীর হট এবং সিজলিং অভিনেত্রী মোনালিসার স্টাইল খুব বিশেষ এবং আলাদা। ভোজপুরি থেকে টিভি জগতে মোনালিস সবসময় তাঁর স্টাইল এবং আকর্ষণীয় চেহারায় ভক্তদের মুগ্ধ করে। 

  • 2/10

সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় মোনালিসা। সম্প্রতি অভিনেত্রী নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে বাগানে সাইকেল চালানোর চেষ্টা করতে দেখা যায়।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MONALISA (@aslimonalisa)

  • 3/10

মোনালিসার ভিডিও ভাইরাল
আসলে, মোনালিসার ভক্তদের এই ভিডিও বিশেষ কিছু পছন্দ হয়নি। অভিনেত্রীকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করেছেন তাঁদের একাংশ।

আরও পড়ুন: অমঙ্গল ঠেকাতে শিবপুজোর নিয়ম-বিধি বিস্তারিত জানুন

আরও পড়ুন: রাজ্য পুলিশে নিয়োগ, পরীক্ষার দিনক্ষণ-সিলেবাস-সহ সব তথ্য

Advertisement
  • 4/10

একজন ব্যবহারকারী লিখেছেন, "আপনারা যাঁরা গাড়ি চালান এবং গাড়িতে ঘোরাফেরা করেন, তাঁরা অবশ্যই জানেন কোথা থেকে সাইকেল চালাতে হবে।"

  • 5/10

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "হে ঈশ্বর, আপনি সাইকেল চালাতে জানেন না, আমি বিশ্বাস করতে পারছি না।"

আরও পড়ুন: হিজাব বিতর্ক: আগে নিজের ঘর সামলান,পাকিস্তানকে কড়া জবাব ভারতের

  • 6/10

ভিডিওতে দেখা যায় মোনালিসা গোলাপি এবং ধূসর প্রিন্টের গাউন পরেছেন এবং চুল খোলা রেখেছেন। তিনি একটি নীল সাইকেল চালানোর চেষ্টা করছে। 

  • 7/10

এই ভিডিও তৈরি করছেন মোনালিসার স্বামী বিক্রান্ত। ভিডিওটি শেয়ার করতে গিয়ে ক্যাপশনে মোনালিসা লিখেছেন, ‘খুব কঠিন, আমি পারব না। আর দেরি কী, মোনালিসা ট্রোলের নিশানায় এলেন এবং মানুষজন অভিনেত্রীকে নিয়ে ঠাট্টা করতে শুরু করলেন।

আরও পড়ুন: ডেলিভারি বয়-গিগ ওয়ার্কারদের নিয়ে নয়া সংগঠন তৈরির পথে সিটু

Advertisement
  • 8/10

মোনালিসার ফ্যান ফলোয়িং দিন দিন বাড়ছে। ভোজপুরি রানি মোনালিসার প্রতিটি স্টাইলই ভক্তদের পাগল করে তোলে। 

  • 9/10

এবারের অভিনেত্রীর স্টাইল ভক্তদের ননেকে বিশেষ ভাবে টানতে পারেনি, সেটা আলাদা ব্যাপার। 
 

  • 10/10

কেউ জানত না যে মোনালিসা সাইকেল চালাতে জানেন না। তবে এখন অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন, ট্রোলের নিশানায় না আসা থেকে তাঁকে কে আটকাতে পারে।

Advertisement