scorecardresearch
 

Maha Shivratri 2022 : সামনে মহাশিবরাত্রি, অমঙ্গল ঠেকাতে শিবপুজোর নিয়ম-বিধি বিস্তারিত জানুন

Maha Shivratri 2022: আসছে মহাশিবরাত্রি (Maha Shivratri)। বলা হয় এটা শিবের দিন। হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব হিসেবে পালিত হয় এটা।

Advertisement
আসছে শিবরাত্রি (প্রতীকী ছবি) আসছে শিবরাত্রি (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • দিন কয়েক পর আসছে মহাশিবরাত্রি
  • হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব হিসেবে পালিত হয় এটা
  • ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই উৎসব পালিত হয়

Maha Shivratri 2022: দিন কয়েক পর আসছে মহাশিবরাত্রি (Maha Shivratri)। বলা হয় এটা শিবের দিন। হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব হিসেবে পালিত হয় এটা। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই উৎসব পালিত হয়। 

এবার মহাশিবরাত্রি (Maha Shivratri)-তে ভগবান শিবের পুজো হবে ১ মার্চ, মঙ্গলবার। এটা বিশ্বাস করা হয় যে এই দিন (Maha Shivratri)-এ দেবী পার্বতী এবং ভোলে বাবা (শিবের আর এক নাম) তাঁদের ভক্তদের সব ইচ্ছা পূরণ করেন। চলুন জেনে নেই মহাশিবরাত্রি (Maha Shivratri)-র গুরুত্ব এবং পুজোর শুভ সময় এবং বিধির ব্যাপারে।

আরও পড়ুন: WhatsApp-এ কলকাতা পুলিশে অভিযোগ, কোন থানার কোন নম্বর দেখে নিন 

আরও পড়ুন: MBA করতে চান? রয়েছে একগুচ্ছ স্কলারশিপ, জেনে নিন আপনি কোনটা পেতে পারেন

মহাশিবরাত্রির পুজোর বিধি (Maha Shivratri 2022 Puja Vidhi)
১. মহাশিবরাত্রিতে ভগবান শঙ্করকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। ৮ ঘটি কেশরজল মাথায় ঢালুন। সারা রাত বাতি বা প্রদীপ জ্বালান। চন্দনের তিলক লাগান। 

২. তিনটি বেল পাতা, ভাং, ধুতরা, তুলসী, জায়ফল, ফল, মিষ্টি, মিষ্টি পান, সুগন্ধি এবং দক্ষিণা নিবেদন করুন। সবার শেষে কেশর দিয়ে তৈরি করা ক্ষীর নিবেদন করুন এবং প্রসাদ বিতরণ করুন।

৩. পুজোর সমস্ত উপকরণ দেওয়ার সময় ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমঃ শিবায় রুদ্রায় শাম্ভবায় ভবানীপতয়ে নমো নমঃ মন্ত্রটি জপ করুন।

মহা শিবরাত্রি পুজো শুভ মুহুর্ত (Maha Shivratri 2022 Shubh Muhurat)
মহাশিবরাত্রি (Maha Shivratri 2022) ২৮ ফেব্রুয়ারি রাত ২টো ২৩ মিনিট থেকে শুরু হবে। এবং ১ মার্চ রাত ১২টা ৩৯ মিনিট পর্যন্ত থাকবে। শিবরাত্রির পুজো রাতে করা হয়। তখন চারটি প্রহরের পুজো করা হয়।

Advertisement

মহাশিবরাত্রির ৪ প্রহরের পুজোর সময় (Maha Shivratri 2022 Char Prahar Puja Timings)
১: প্রথম প্রহরের পুজো - ১ মার্চ, ২০২২ সন্ধে ৬টা ২১ মিনিট থেকে রাত ৯টা ২৭ মিনিট পর্যন্ত।
২: দ্বিতীয় প্রহরের পুজো - ১ মার্চ রাত রাত ৯টা ২৭ মিনিট থেকে রাত ১২টা ৩৩ মিনিট পর্যন্ত।
৩: তৃতীয় প্রহরের পুজো - ১ মার্চ রাত ১২টা ৩৩ মিনিট থেকে সকাল ৩টে ৩৯ মিনিট পর্যন্ত।
৪: চতুর্থ প্রহরের পুজো - ২ মার্চ সকাল ৩টে ৩৯ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত।
ব্রত পালনের শুভ সময় - ২ মার্চ, ২০২২,বুধবার সন্ধে ৬টা ৪৬ মিনিট পর্যন্ত থাকবে।

 

Advertisement