scorecardresearch
 
Advertisement
বলিউড

Mouni Roy : কালো গাউন, খোলা পিঠে মৌনী যেন জলপরী, তোলপাড় নেটদুনিয়া

Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk two
 • 1/15

Mouni Roy: ফের মৌনী রায়ের গ্ল্যামারে কাঁপছে ইন্টারনেট। তিনি নতুন পোশাকে ইন্সটাগ্রামে ছবি দিয়েছেন। আর হইচই পড়ে গিয়েছে।

আরও পড়ুন: মদের পুরনো স্টক নিয়ে বেজায় সমস্যায় বারমালিকেরা, বরফ-জলে কাজ হবে না!

Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk two
 • 2/15

এ কথা নতুন করে বলে দিতে হয় না তাঁর ছবি মানেই হিট। একের পর এক লাইক, কমেন্ট। বন্যা বয়ে যায়। শুধু ছবি কেন, ভিডিওর ক্ষেত্রেও তো তাই। ফ্যানেরা দারুণ পছন্দ করেন সেই ছবি বা ভিডিও।

আরও পড়ুন: Urfi থেকে Sanjida পোশাকের জন্য ট্রোলড হয়েছেন এই টেলিসুন্দরীরা

Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk three
 • 3/15

তিনি ফ্যানেদের কথা ভেবে হামেশাই নিজের ছবি শেয়ার করেন। তাদের হতাশ করেন না।

আরও পড়ুন: সুন্দরবনে বাঘের হানা, নৌকা থেকে ঠেলে ফেলে বাঁচলেন মৎস্যজীবী  

Advertisement
Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk four
 • 4/15

হালে তিনি নিজের কিছু ছবি শেয়ার করেছেন। যা তুমুল হিট। নিজের ফটোশ্যুটের ছবি তিনি শেয়ার করেছেন।

আরও পড়ুন: শীতের 'সুপারফুড' লালশাক, ভাল রাখে চোখ-দাঁত, সারায় অ্যানিমিয়া, আরও অনেক গুণ

Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk five
 • 5/15

সেই ছবিতে তিনি পরে রয়েছেন গাউন। বেশ দেখাচ্ছে তাঁকে। যা বরাবরই দেখায়। 
 

Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk six
 • 6/15

ইন্সটাগ্রামে এক-দুটো নয়, একেবারে ১৫টি ছবি দিয়েছেন তিনি। 

Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk seven
 • 7/15

সেখানে তাঁর শারীরিক সৌন্দর্য ফুটে উঠছে দুর্দান্ত ভাবে। আর ভক্তরা মাতোয়ারা সেই ছবি দেখে।

Advertisement
Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk eight
 • 8/15

মৌনী রায় ফিটনেস নিয়ে অত্যন্ত সতর্ক। মাঝে মাঝে নিজের ফিটনেস সংক্রান্ত ছবিও দিয়ে থাকেন।

Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk nine
 • 9/15

তাঁর ছবি মানেই ভাইরাল। সে কথা জানে ইন্সটাগ্রাম।

Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk ten
 • 10/15

নতুন এই ছবিতে হাজার হাজার লাইক পড়ে গিয়েছে। আর একের পর এক কমেন্ট আসছে। তাঁর ফ্যানেরা ফায়ার এবং লাভ সাইন দিয়ে ভরিয়ে দিচ্ছেন।

Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk eleven
 • 11/15

ছোট পর্দায় তিনি 'দেবো কে দেব মহাদেব' সিরিয়াল থেকে নাম কুড়োন। বলা যেতে পারে ঘরে ঘরে তিনি পৌঁছে গিয়েছিলেন ওর দৌলতে। 

Advertisement
Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk twelve
 • 12/15

এরপর তাঁকে অন্য রূপে দেখা যায় নাগিন-এ। তা-ও বেশ নাম করে।

Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk thirteen
 • 13/15

এ কথা সবার মনে আছে 'গোল্ড' সিনেমার মাধ্যমে বলিউডে এসেছিলেন। তাঁর হাতে রয়েছে বোলে চুড়িয়া, মোগুল আর ব্রহ্মাস্ত্রের মতো সিনেমা। সে সব কাজের ফাঁকেই তিনি এই ছবি দিয়ে সাড়া ফেলে দিয়েছেন সব জায়গায়।
 

Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk fourteen
 • 14/15

মৌনী রায় সোশ্যাল মিডিয়ায় পেজে বেশ অ্যাক্টিভ। দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে কুড়ি মিলিয়নের বেশি ফলোয়ার্স রয়েছে। ফলে তাঁর ছবি নিয়ে হইহই হবেই। সে আর নতুন কী।

Mouni Roy in Black Gown shares her photos on Instagram abk fifteen
 • 15/15

এবারও তাই হয়েছে। বিনোদন জগতের এই ডিভার ছবি ফের হিট।

Advertisement