scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Pamela Anderson: পঞ্চম বিয়েও টিকল না, ১৩ মাসেই ঘর ভাঙল প্রাক্তন প্লেবয় সুন্দরীর

বিয়ে ভাঙল পামেলার
  • 1/9

পঞ্চম বিয়েও টিকল না পামেলা অ্যান্ডারসনের। স্বামী ড্যান হেহার্স্টের সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংসার করেছেন মাত্র ১৩ মাস। ২০২০ সালের ডিসেম্বরে নিজের দেহরক্ষীকে বিয়ে করেন ৫৪ বছরের প্রাক্তন প্লেবয়-সুন্দরী। 

বিয়ে ভাঙল পামেলার
  • 2/9

এটাই পামেলার স্বল্প সময়ের বিয়ে নয়! পাঁচবার বিয়ে করেছেন পামেলা। কিন্তু এখনও পর্যন্ত সংসারে থিতু হতে পারলেন না। গতবছরও তিনি জানিয়েছিলেন ড্যানকে ঠিক কতটা ভালবাসেন।

বিয়ে ভাঙল পামেলার
  • 3/9

১৯৯৫ সালে ড্রামবাদক টমি লিয়ের সঙ্গে আলাপের ৪ দিন বাদেই বিয়ে করেছিলেন পামেলা। সমুদ্রসৈকতে বিকিনি পরে বিয়ে করেছিলেন। দুই পুত্রসন্তানও হয়েছিল দম্পতির। পরে টমির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছিলেন পামেলা। স্ত্রীকে মারধরের অভিযোগে ৬ মাস জেলেও কাটিয়েছিলেন লি। ১৯৯৮ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। 

Advertisement
বিয়ে ভাঙল পামেলার
  • 4/9

টম লিয়ের সঙ্গে বিচ্ছেদের পর মার্কাস স্কেনবার্গের (Marcus Schenkenberg) গাঁটছড়া বাঁধেন পামেলা। এরপর ২০০১ সালে কিড রকের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০০৩ সালে দুজনের বিচ্ছেদ হয়ে যায়। ২০০৬ সালের ২৯ জুলাই প্যামেলার ঘোষণা, কিডকে বিয়ে করেছেন। ২০০৬ সালের ২৯ জুলাই একটি প্রমোদতরীতে বসে বিবাহের আসর।

বিয়ে ভাঙল পামেলার
  • 5/9

কিন্তু মাত্র একবছর সংসার টিকেছিল। ২০০৬ সালে পামেলার গর্ভপাতের খবর এসেছিল।  তখন একটি ছবির শ্যুট করছিলেন। ১৭ দিন পর কিড রকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন প্যামেলা। তাতে রাগে ফেটে পড়েছিলেন কিড রক। 

বিয়ে ভাঙল পামেলার
  • 6/9

২০০৭ সালের সেপ্টেম্বরে একটি টক শোতে পামেলা বলেছিলেন, তাঁর আংটি বদল হয়ে গিয়েছে। অক্টোবরে প্রযোজক রিক সলোমনের সঙ্গে বিবাহ করেন। ডিসেম্বর থেকে আলাদা থাকতে শুরু করে দম্পতি। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে বিচ্ছেদ চেয়ে আদালতে যান প্যামেলা। জানান, এ বিয়ে ভুয়ো।  

বিয়ে ভাঙল পামেলার
  • 7/9

২০১৩ সালে এই বিয়ে নিয়ে পামেলা জানিয়েছিলেন, সেটা সুবিধার বন্ধুত্ব ছিল। ২০১৪ সালে পামেলা ফের সলোমনের সঙ্গে বিয়ে করেন। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ডির্ভোসের মামলা দায়ের করেন। এপ্রিলে হয় আনুষ্ঠানিক বিচ্ছেদ। 

Advertisement
বিয়ে ভাঙল পামেলার
  • 8/9

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফরাসী ফুটবলার আদিল রামির সঙ্গে প্রেম করেছেন পামেলা। ২০২০ সালের জানুয়ারিতে প্রযোজক জন পিটার্সের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুন্দরী। দুজনের মধ্যে ২২ বছরের ফারাক ছিল। ফেব্রুয়ারিতেই দু'জনে আলাদা হয়ে যান। পামেলার দাবি, আইনি বিয়ে হয়নি। 

বিয়ে ভাঙল পামেলার
  • 9/9

জন পিটার্স ও পামেলার প্রথম দেখা আটের দশকে হয়েছিল। তখন ১৯ বছর বয়স ছিল স্বপ্নসুন্দরীর। ২০১৭ সালে একটি সাক্ষাৎকারে বিয়ের প্রস্তাব দেন জন। তখন সম্মত হননি পামেলা। কারণ দুজনের মধ্যে বয়সের ব্যবধান ২২ বছর। ২০২০ নিজের দেহরক্ষীকে বিয়ে করেন। প্যামেলার এই বিয়েও টিকল না। ভারতে বিগ বসের চতুর্থ সংস্করণে দেখা গিয়েছিল প্রাক্তন প্লেবয় সুন্দরীকে। 

Advertisement