Advertisement
মনোরঞ্জন

পঞ্চব্যঞ্জনে শ্রেয়ার 'বেবি শাওয়ার'-র আয়োজন বন্ধুদের! দেখুন PHOTOS

  • 1/8

মা হতে চলেছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। মার্চের শুরুতেই সোশ্যাল পেজে নিজেই এই সুখবর শেয়ার করেছিলেন গায়িকা। এই সুখবর পাওয়া মাত্রই ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব থেকে শুরু করে ফ্যানেরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁকে।

  • 2/8

এবার প্রিয় বন্ধুরা ভার্চুয়াল মাধ্যমকে ভরসা করেই আয়োজন করলেন শ্রেয়ার বেবি শাওয়ার। 

  • 3/8

একেবারে  নিয়ম মেনে পঞ্চব্যঞ্জনেই সাজানো হয়েছে গায়িকার বিশেষ সাধভক্ষণ অনুষ্ঠান। 

Advertisement
  • 4/8

নিজের সোশ্যাল পেজে ছবিগুলি পোস্ট করে শ্রেয়া লিখেছেন, "বন্ধুরা যখন দূর থেকেই ভালবাসায় ভরিয়ে দেয়...।" সেই সঙ্গে তিনি যে সকলকে কতটা মিস করছেন, তাও বুঝিয়ে দিয়েছেন নিজের পোস্টে।

 

  • 5/8

কোভিডের চোখ রাঙানিতে আবার কাবু সকলে। তাই ফের ডিজিটাল মাধ্যমই ভরসা। অনলাইন কনসার্টের পাশাপাশি এবার শ্রেয়া ঘোষালের বেবি শাওয়ারের জন্যও তাই জুম কলেই হল সেলিব্রেশন। উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীও। 
 

  • 6/8

দোলের দিন সকালে বেবি বাম্প লুকে কিছু ছবি শেয়ার করেছিলেন শ্রেয়া। সেই সঙ্গে ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, "আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। এটি যেন  ঈশ্বরের এক মিরাকেল।"

  • 7/8

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রেয়া। শিলাদিত্য, পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী।বিয়ের আগে প্রায়  ১০ বছরের সম্পর্ক ছিল তাঁদের। তবে বিশেষ লোকজন জানতেন না এই কথা। একেবারে কোনও তামঝাম ছাড়া বাঙালি মতেই তাঁদের বিয়ে হয়েছিল। হাজির ছিলেন নিকট পরিবার-পরিজনেরা।
 

Advertisement
  • 8/8

বিয়ের ৬ বছর পর পরিবারে আসতে চলেছে ছোট্ট অতিথি। তাই এই মুহূর্তে খুব খুশি 'মম টু বি' শ্রেয়া ঘোষাল। 

(সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement