scorecardresearch
 
মনোরঞ্জন

অনলাইনে নিজের গয়নাগাটি বেচছেন স্বস্তিকা, কী হল নায়িকার!

জন্মদিনের সেল নায়িকার
  • 1/10

নেট মাধ্যমে গয়না, বেল্ট বিক্রি করছেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়। এটুকু জানলে বিস্মিত হওয়ার কারণ রয়েছে। আরও বিস্ময় জাগবে নায়িকার সেলের উদ্দেশ্য নিয়ে! এই বিক্রিবাটার নাম দিয়েছেন #birthdaysale(জন্মদিনের সেল)। (ছবি সৌজন্য়ে: স্বস্তিকার ইনস্টাগ্রাম)

জন্মদিনের সেল নায়িকার
  • 2/10

ইনস্টাগ্রামে নিজের মেকআপহীন ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। হাতে ব্যাঙ্গেল। তার কোনওটার দাম ৮৯৯ টাকা, কোনওটার আবার ১১৯৯ টাকা। (ছবি সৌজন্য়ে: স্বস্তিকার ইনস্টাগ্রাম)

জন্মদিনের সেল নায়িকার
  • 3/10

ইনস্টাগ্রামে নিজের মেকআপহীন ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। হাতে ব্যাঙ্গেল। তার কোনওটার দাম ৮৯৯ টাকা, কোনওটার আবার ১১৯৯ টাকা। (ছবি সৌজন্য়ে: স্বস্তিকার ইনস্টাগ্রাম)
 

জন্মদিনের সেল নায়িকার
  • 4/10

আর একটি ছবিতে নেকলেস বিক্রি করছেন নায়িকা। দাম ৯৯৯ টাকা ও ১২৯৯ টাকা। (ছবি সৌজন্য়ে: স্বস্তিকার ইনস্টাগ্রাম)

জন্মদিনের সেল নায়িকার
  • 5/10

মায়ের সঙ্গে সেলে সামিল হয়েছেন মেয়ে অন্বেষাও। বেল্ট বিক্রি করছেন তিনি। দাম ৪০০, ৫০০ ও ৭০০। (ছবি সৌজন্য়ে: স্বস্তিকার ইনস্টাগ্রাম)

জন্মদিনের সেল নায়িকার
  • 6/10

কেন হঠাৎ করে এহেন সিদ্ধান্ত? নিজের জিনিস কেন বিক্রি করতে হচ্ছে নায়িকাকে? আসলে সবটাই রাস্তার সারমেয়দের জন্য়। অবলা জীবদের বাঁচাতেই পরিহিত সামগ্রী বিক্রি করছেন স্বস্তিকা।  (ছবি সৌজন্য়ে: স্বস্তিকার ইনস্টাগ্রাম)

জন্মদিনের সেল নায়িকার
  • 7/10

'প ফ্যামিলি' ও 'ফারফ্লকস' নামে দু'টি পশুসেবী সংস্থার জন্য অর্থ সংগ্রহ করছেন অভিনেত্রী। এই দুই সংস্থায় সারমেয়দের উদ্ধার করে। চিকিৎসার ব্যবস্থাও করে তারা। সেজন্য় লিখেছেন, 'ব্য়াঙ্গেল কিনুন ও পশুদের প্রতি ভালবাসা দেখান।' (ছবি সৌজন্য়ে: স্বস্তিকার ইনস্টাগ্রাম)

জন্মদিনের সেল নায়িকার
  • 8/10

নিজের ব্য়বহৃত জিনিস বিক্রি করছেন নায়িকা। অনলাইনে টাকা মেটানোর জন্য় নম্বরও দিয়েছেন। সরাসরি দুই সংস্থার কাছে টাকা চলে যাবে। সেই স্ক্রিনশট একটি ইনস্টা হ্য়ান্ডেলে ডিএম করলেই পছন্দের জিনিস চলে যাবে ক্রেতার ঠিকানায়।   

জন্মদিনের সেল নায়িকার
  • 9/10

চলতি মাসের ১৩ তারিখ স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন। ১ ডিসেম্বর থেকে এই সেল শুরু করেছেন। অনেকেই এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন নায়িকা। 

 

জন্মদিনের সেল নায়িকার
  • 10/10

তবে খোঁচা দিতেও ছাড়েননি অনেক নেটিজেন। কারও কটাক্ষ, আর কী বিক্রি করার বাকি আছে! কেউ লিখেছেন, এগুলো হাতিবাগানে ১০০ টাকায় পাওয়া যাবে। যদিও এমন সব কথা নায়িকা যে পাত্তা দেন না, তা বহুবার নিজেই বলেছেন।