Advertisement
মনোরঞ্জন

ফের Urfi Javed, এবার হলুদ রঙের ব্রা-র সঙ্গে মানানসই ব্য়াগ, সঙ্গে গোয়ার গয়না

  • 1/13

Urfi Javed: কথা হবে ফ্যাশন নিয়ে আর সেখান থেকে বাদ পড়বেন তিনি, তা হয় নাকি। তিনি মানে উরফি জাভেদের কথা বলা হচ্ছে। তাঁর তুলনা করা বোধহয় সম্ভব নয়।

আরও পড়ুন: শীতের সময় পা থাকে ঠান্ডা? এই ৫ রোগ বাসা বেঁধে থাকতে পারে শরীরে

  • 2/13

তিনি নিজেই নিজের স্টাইলিস্ট। আর তা প্রবল জনপ্রিয় হয়। নিজেকে কীসে মানাবে, তা তিনি বোধহয় ভালই জানেন। আর সেই মতোই সাজেন।

আরও পড়ুন: Kolkata Metro-য় QR Code দিয়ে কী করে টিকিট মিলবে, জেনে নিন

  • 3/13

যদিও দেখা গিয়েছে, তিনি বেশ কয়েক বার সমালোচিতও হয়েছেন নিজের এই সাজপোশাকের জন্য।

আরও পড়ুন: স্বাধীন হল বার্বাডোজ, রানি দ্বিতীয় এলিজাবেথের শাসন শেষ

Advertisement
  • 4/13

তবে সমালোচনায় দমে না গিয়ে তিনি নিত্যনতুন পরীক্ষা করে গিয়েছেন। ফের করলেন।

আরও পড়ুন: সিকিম যাওয়ার কথা ভুলে যান, পর্যটকদের জন্য দরজা বন্ধ করল সরকার

  • 5/13

জামাকাপড় থেকে শুরু করে জুয়েলারি, ব্যাগ- সব কিছুই চর্চার বিষয় হয়ে ওঠে। তাঁর নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় আসতে না আসতেই ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: কলকাতা পুরভোটে নিরাপত্তা কেমন? কমিশনের কাছে জমা পড়ল ব্লু প্রিন্ট

  • 6/13

তাঁর স্টাইল, সিজলিং আউটফিট চট করে ইগনোর করা যাবে না।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urrfii (@urf7i)

  • 7/13

ফ্যাশনিস্ট উরফি ইন্সটাগ্রামে নিজের একটি ভিডিও দিয়েছেন। সেখানে তাঁকে বরাবরের মতো আলাদা দেখাচ্ছে। তিনি পরে রয়েছেন ব্রাউন রঙের লেদার প্যান্ট।

Advertisement
  • 8/13

আর তার সঙ্গে হলুদ রঙের ব্রা। আর যেন তার সঙ্গে ম্যাচিং করে ব্য়াগও নিয়েছেন তিনি।

  • 9/13

তিনি নিজের এই লুকের জন্য গোয়ার লোকাল মার্কেট থেকে ট্রেন্ডিং নেকপিস কিনেছেন। তিনি নিজের নতুন লুকের ভিডিও শেয়ার করেছেন। আর তার ক্যাপশনে লিখেছেন, আমি এই অ্যামেজিং নেকপিস কিনেছি গোয়ার লোকাল মার্কেট থেকে। আপনারা একবার দেখুন। 

  • 10/13

উরফির মেক আপের কথা বললে দেখা যাচ্ছে, তিনি বেসকে গ্লসি রেখেছেন। ন্যুড পিঙ্ক গ্লসি লিপস্টিক লাগিয়েছেন। চোখে রয়েছে আইলাইনারও। তাঁকে এই লুকে বেশ গর্জিয়াস লাগছে।

  • 11/13

কেমন ফ্যানেদের প্রতিক্রিয়া,জেনে নেব। তাঁর ভক্তরা বেশ পছন্দ করেছেন নয়া লুক। তবে এটাও সত্যি এর আগে বোল্ড লুকের জন্য তিনি ট্রোলের শিকার হয়েছেন। 

Advertisement
  • 12/13

এবার এই ভিডিওর কথা যদি বলা হয়, তা হলে দেখা যাবে বেশির ভাগই হার্ট আর ফায়ার ইমোজি জড়ো হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে, ফ্যানেরা বেশ পছন্দ করেছেন তাঁর এই লুক।

  • 13/13

তাঁরা খুব প্রশংসা করেছেন। এবং তা করে যাচ্ছেন। বেশ জনপ্রিয় হয়েছে তাঁর ভিডিও।

Advertisement