Advertisement
মনোরঞ্জন

'আপনার ব্রা কোথায়?' Esha Gupta-কে প্রশ্ন নেট-নাগরিকদের

  • 1/12

Esha Gupta: ফের ঝড় তুললেন এষা গুপ্তা। তিনি মানেই নতুন কিছু, নতুন চমক। আর তাঁর ছবি মানেই ফ্যানেদের মনে বয়ে যাবে ঝড়। সব ছবি সৌজন্য: অভিনেত্রীর ইন্সটাগ্রাম

আরও পড়ুন: কলকাতা মেট্রোর টিকিট কাটুন ঘরে বসে, চালু QR Code পরিষেবা

  • 2/12

এবার এষা গুপ্তা (Esha Gupta)-র পরনে বাদামি রঙের প্যান্টস্যুট। তিনি গিয়েছিলেন দুবাইয়ের আবু ধাবিতে। ছবি দেখে বোঝা যাচ্ছে, তাঁর পরনে নেই কোনও অন্তর্বাস। 

আরও পড়ুন: তিনি ছেলে না মেয়ে, জানেই না দল, বিস্ফোরক অভিযোগ BJP প্রার্থীর

  • 3/12

তাঁর নতুন ছবি যেমন প্রশংসা কুড়িয়েছে। তেমনই অনেকে কটাক্ষও করেছেন। নেটিজেনদের কয়েকজন যেমন প্রশ্ন তুলেছেন, 'ব্রা কোথায়?'

আরও পড়ুন: দলের বৈঠকে গরহাজির কেন? নুসরত-মিমিকে শোকজ TMC-র

Advertisement
  • 4/12

এক ইন্সটাগ্রাম ইউজার যেমন লিখেছেন, আপনার ব্রা কোথায়! মেয়েদের খারাপ করবেন না। তেমনই আর একজন লিখেছেন, আপনি তাড়াহুড়োর ব্রা পরতে ভুলে গিয়েছেন। একজন কটাক্ষ করেছেন, সেখানে বোধহয় খুব গরম! অদ্ভুত, তবে ঠিক আছে। এটা কোনও সেলিব্রিটিই করতে পারেন।

আরও পড়ুন: কলা-ভুট্টা থেকে তৈরি হচ্ছে সুতো-কাপড়, রয়েছে বাঁশও, দেখুন

  • 5/12

এষা গুপ্তা (Esha Gupta) নিজের নতুন কয়েকটি ছবি ইন্সটাগ্রামে দিয়েছেন। মুহূর্তেই তা হয়ে যায় সুপার হিট। সেখানে একের পর এক লাইক আর কমেন্ট।

আরও পড়ুন: বাদামকাকুর সঙ্গে তুমুল নাচ স্যান্ডি সাহার, সেরে নিলেন 'মালাবদল'

  • 6/12

তাঁর ছবি দেখলে আর অন্য কোনও দিকে নজর যাবে না যেন। বলা যায়, তিনি (Esha Gupta) সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। অজস্র ফ্য়ান সেখানে। তাঁদের কখনও নিরাশ করেন না তিনি। যেন তাই নিজের মোহময়ী একের পর এক ছবি শেয়ার করেন।

আরও পড়ুন: সংস্কারের আশ্বাস, আত্রেয়ীর রাইখর মাছ ফের পাত পেড়ে?

  • 7/12

দিন কয়েক আগে অফ শোল্ডার পরনে দেখা গিয়েছে। কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি চাপিয়ে দিয়েছেন জ্যাকেটও। সঙ্গে ছিল মানানসই গয়না।

Advertisement
  • 8/12

তুমুল তারিফ পেয়েছিল সেগুলো। হাজার হাজার লাইক।

  • 9/12

সত্যি এষা (Esha Gupta) যেন আগুন লাগিয়ে দিয়েছেন। তাঁর এই সব ছবি দেখার পর লাইক বা কমেন্ট না করে থাকা যায় না। আর আদপে হয়েছেও তাই। নেটপাড়ায় এক প্রকার আগুন জ্বলছে।

  • 10/12

দেখতে দেখতে বলিউডে এক দশক কাটিয়ে দিলেন বোল্ড এই অভিনেত্রী। জন্নত ২ সিনেমা দিয়ে কাজের শুরু। মহেশ ভটের পরিচালনায়, ইমরান হাশমির বিপরীতে। সেটা ২০১২ সালের ঘটনা। 

  • 11/12

তারপর তো এষা (Esha Gupta) আরও অনেক সিনেমা করেছেন। এর পাশাপাশি কাজ করেছেন টিভিতেও। 

Advertisement
  • 12/12

এষা (Esha Gupta) ২০০৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশ নিয়েছিলেন। হয়েছিলেন তৃতীয়। না জিতলে তিনি মিস ফটোজেনিক হয়েছিলেন। 

Advertisement