Advertisement
মনোরঞ্জন

কালো পোশাকে মোহময়ী Esha Gupta, ঠান্ডায় উষ্ণতা ছড়াচ্ছেন

  • 1/10

Esha Gupta: এষা গুপ্তা মানেই নতুন কিছু। আর তাঁর ছবি মানেই ভক্তদের মনে বয়ে যাবে ঝড়। এবারও তার আলাদা হয়নি। সব ছবি সৌজন্য: অভিনেত্রীর ইন্সটাগ্রাম

আরও পড়ুন: মদের পুরনো স্টক নিয়ে বেজায় সমস্যায় বারমালিকেরা, বরফ-জলে কাজ হবে না!

  • 2/10

তিনি (Esha Gupta) নিজের বেশ কয়েকটি ছবি ইন্সটাগ্রামে দিয়েছেন। আর সেগুলো যেন শেয়ার করার অপেক্ষায় ছিলে সকলে। কারণ মুহূর্তেই তা সুপার হিট। একের পর এক লাইক আর কমেন্ট।

আরও পড়ুন: চাকরি পেতে ঝক্কি? এগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন

  • 3/10

সে ছবি দেখলে অন্য কোনও দিকে চোখ যাবে না। এ কথা হলপ করে বলা যায়। তিনি (Esha Gupta) সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। অজস্র ভক্ত সেখানে তাঁর। তাঁদের কখনও নিরাশ করেননি তিনি। আর তাই যেন নিজের মোহময়ী একের পর এক ছবি তিনি শেয়ার করেন।

আরও পড়ুন: নিজের ক্যাফে চালানো নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি, যাদবপুরে আত্মঘাতী বধূ

Advertisement
  • 4/10

নিজের কিছু বোল্ড ছবি দিয়েছেন এষা গুপ্তা। কালো পোশাকে এষা (Esha Gupta)-কে লাগছিল একেবারে আলাদা। তাঁর আবেদন ফেরাবে এমন সাধ্যি কার!

আরও পড়ুন: কবর থেকে বের করলেন বন্ধুর লাশ, তারপর বাইকে শহর ঘুরলেন যুবক

  • 5/10

অফ শোল্ডার পরনে দেখা গিয়েছে তাঁকে। কয়েকটি ছবিতে আবার তিনি চাপিয়ে দিয়েছেন জ্যাকেট। সঙ্গে মানানসই গয়না। চোখের পলকে সেগুলো ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ব্লাউজের বদলে পিঠজুড়ে মেহেন্দি, ফ্লাইং কিস দিচ্ছেন এই সুন্দরী, VIRAL

  • 6/10

সেই সব ছবি তুমুল তারিফ পেয়েছে। হাজার হাজার লাইক পড়েছে সেখানে। তাঁর ফ্য়ানেরা লাভ আর ফায়ার ইমোটিকন দিয়ে বোঝাচ্ছেন নিজেদের পছন্দ।

আরও পড়ুন: ডিসেম্বরে ব্যাঙ্ক বন্ধ ১১ দিন, ছুটির লিস্ট দেখে নিন

  • 7/10

সত্যি তিনি যেন আগুন লাগিয়ে দিয়েছেন। তাঁর এই ছবি দেখার পর লাইক বা কমেন্ট না করে থাকা যায় না। আর আদপে হয়েছেও তাই। নেটপাড়ায় আগুন জ্বলছে।

আরও পড়ুন: 'এক ব্য়ক্তি এক পদ নীতি' মানা হল কই! তৃণমূল-তালিকায় ৭ MLA-MP

Advertisement
  • 8/10

বলিউডে নেই নেই করে এক দশক কাটিয়ে দিলেন বোল্ড এই অভিনেত্রী। কাজের শুরু জন্নত ২ দিয়ে। মহেশ ভটের পরিচালনায়, ইমরান হাশমির বিপরীতে। সেটা ২০১২ সালের ঘটনা। তারপর তো একের পর এক সিনেমা করেছেন। আর নিজেকে মেলে ধরেছেন। কাজ করেছেন টিভিতেও। 

  • 9/10

২০০৭ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি হয়েছিলেন তৃতীয়। তবে মিস ফটোজেনিক হয়েছিলেন।

  • 10/10

তাঁর জন্ম দিল্লিতে। শুধু শরীরী সৌন্দর্য রয়েছে তাঁর এ কথা বলাটা বোধহয় ভুল হবে। কারণ তিনি নিউ ক্য়াসল ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছিলেন। তবে তার বদলে বেছে নিয়েছেন হিন্দি সিনেমাকে। মেধার সঙ্গে সৌন্দর্যের ডেডলি কম্বোর নাম এষা গুপ্তা।

Advertisement