scorecardresearch
 
টেলিভিশন

Adrija Roy-Krushal Ahuja: সম্পর্কে তিক্ততার অবসান? দীপাবলিতে অদ্রিজা-ক্রুশলের ঘনিষ্ঠ ছবিতে জল্পনা

Adrija Addy Roy Krushal Ahuja relationship patch up controversy - অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা
  • 1/12

টেলি দুনিয়ার দুই পরিচিত মুখ অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা। টলি পাড়ায় কান পাতলেই শোনা যায় তাঁদের সম্পর্কের কথা। 

Adrija Addy Roy Krushal Ahuja relationship patch up controversy - অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা
  • 2/12

২০২০ সালের অক্টোবর মাস থেকেই অদ্রিজা রায় এবং ক্রুশল আহুজার সম্পর্কের গুঞ্জন চারিদিকে। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন দু'জনে। 

Adrija Addy Roy Krushal Ahuja relationship patch up controversy - অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা
  • 3/12

যদিও দুজনেই এখনও 'জাস্ট ফ্রেন্ডস' তকমা দিয়েছেন নিজেদের সম্পর্ককে। দু'জনের সোশ্যাল পেজে উঁকি মারলেই দেখা যায় তাঁদের বেশ ঘনিষ্ঠ ছবি।

 

Adrija Addy Roy Krushal Ahuja relationship patch up controversy - অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা
  • 4/12

তবে সেই চিত্র একটু অন্যরকম দেখা গেছে, গত সাত -আট মাস সময় ধরে। দু'জনের মধ্যে কারও প্রোফাইলেই মেলেনি বিশেষ বন্ধুর ছবি। শোনা গিয়েছিল ব্রেকআপ হয়ে গেছে তাঁদের। 

Adrija Addy Roy Krushal Ahuja relationship patch up controversy - অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা
  • 5/12

সকলকে চমকে দিয়ে দীপাবলিতে ফের এক ফ্রেমে ধরা দিলেন ক্রুশল- অদ্রিজা। ছাদে ফুলঝুরি হাতে নিয়ে, একের অপরে মত্ত জুটি। সেই সঙ্গে একটি ইন্সটা রিলসও শেয়ার করছেন দু'জনেই। তাহলে কি ফের সম্পর্কে মধুরতা বাড়ল তাঁদের? 


 

Adrija Addy Roy Krushal Ahuja relationship patch up controversy - অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা
  • 6/12

আজতক বাংলার তরফে এবিষয়ে অদ্রিতাকে যোগাযোগ করা হলে, তিনি বলেন, "আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না। আমরা দীর্ঘদিন খুব ভাল বন্ধু ছিলাম। এখনও ভাল বন্ধুই আছি।"

Adrija Addy Roy Krushal Ahuja relationship patch up controversy - অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা
  • 7/12

আরেক টেলিভিশন কাপল নীল ও তৃণার বিয়েতেও হাজির ছিলেন অদ্রিজা- ক্রুশল। নবদম্পতির সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছিল তাঁদের। 

Adrija Addy Roy Krushal Ahuja relationship patch up controversy - অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা
  • 8/12

ব্যস্ততার মধ্যে নিজেদের জন্যে বিশেষ সময় বের করে নিতেন এই জুটি। সেই ছবির সঙ্গে হ্যাশট্যাগে লেখা থাকত 'ইন্সটা লাভ'।

Adrija Addy Roy Krushal Ahuja relationship patch up controversy - অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা
  • 9/12

জনপ্রিয় ধারাবাহিক 'কি করে বলবো তোমায়'- তে কর্ণ চরিত্রে দর্শকদের কাছে পৌঁছে গিয়েছেন ক্রুশল। বর্তমানে তিনি অভিনয় করছেন 'রিস্তো কা মাঞ্ঝা' হিন্দি ধারাবাহিকে। 
 

Adrija Addy Roy Krushal Ahuja relationship patch up controversy - অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা
  • 10/12

অন্যদিকে 'পটল কুমার গানওয়ালা', 'বধূবরণ', 'সন্ন্যাসী রাজা'-  মতো একের পর এক ধারাবাহিকে দর্শকদের মন জয় করেছেন অদ্রিজা। এছাড়াও 'পরিণীতা' ছবিতে মেহুল অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলীর বোনের চরিত্র, 'বন্য প্রেমের গল্প',  'বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস'-এর মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন অভিনেত্রী।
 

Adrija Addy Roy Krushal Ahuja relationship patch up controversy - অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা
  • 11/12

বর্তমানে 'মৌ এর বাড়ি' ধারাবাহিকের মুখ্য চরিত্র মউ -এর ভূমিকায় অভিনয় করছেন অদ্রিজা রায়।   
 

Adrija Addy Roy Krushal Ahuja relationship patch up controversy - অদ্রিজা রায় ও ক্রুশল আহুজা
  • 12/12

অদ্রিজা এখন হয়ে উঠেছে রীতিমতো সোশল মেডিয়া সেন্সেশন। প্রায়শই ধরা পড়ে তাঁর বোল্ড ও মিষ্টি লুক। অন্যদিকে ক্রুশল বহু তরুণীদের ক্রাশ। তবে এখন শুধু অপেক্ষা তাঁদের সম্পর্কে শিলমোহর দেওয়ার।