Advertisement
মনোরঞ্জন

Celebrity Breakups 2021: বছর জুড়ে যে সেলেবদের ভাঙল সম্পর্ক, দেখুন PHOTOS

  • 1/8

অনেক সম্পর্কের ভাঙা গড়ার মধ্যে দিয়ে একটা গোটা বছরের সাক্ষী থাকলাম আমরা। টলিউড, বলিউড, দক্ষিণের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কিছু বিবাহ বিচ্ছেদের খবরে ঝটকা দিয়ে গেছে অনুরাগীদের। এঁদের মধ্যে অবিশ্বাস্যভাবে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন আমির খান-কিরণ রাও। বছরের মাঝামাঝি সময়ে নিজেদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন আমির। তাঁদের সন্তানের বাবা হিসেবে দায়িত্ব পালন করলেও, সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর এবং বন্ধু হিসেবে কিরণের পাশে থাকার ঘোষণা করেন তিনি।
 

  • 2/8

তার কিছুদিন আগে বেশ শোরগোল পড়ে টলি ইন্ডাস্ট্রির নিখিল জৈন ও অভিনেত্রী নুসরত জাহানের বিবাহ বিচ্ছেদ নিয়ে। তাঁদের মধ্যে বিবাহই হয়নি বলে দাবি করেন নুসরাত। এরপর তাঁদের বিয়ে নিয়ে বিতর্ক তৈরি হলেও, পরে প্রমাণিত হয় তাঁরা আইনিভাবে বিবাহিত হননি। এরমধ্যেই অভিনেতা যশের সঙ্গে সম্পর্কে জড়ান নুসরত। ফুটফুটে পুত্র সন্তান ঈশানের জন্ম দেন অভিনেত্রী।

  • 3/8

এর পর ছয় বছরের বিবাহিত জীবনের ইতি টেনে ১১ নভেম্বর বিচ্ছেদের ঘোষণা করেন জনপ্রিয় টলিউড গায়ক অনুপম রায় ও পিয়া।
 

Advertisement
  • 4/8

বিবাহ বিচ্ছেদের খবর শোনান দক্ষিণের তারকা সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য। ২০১৭-এ গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা, ২০২১-এ বিচ্ছেদ। ৩ অক্টোবর ইনস্টাগ্রামে নিজেদের বিচ্ছেদের ঘোষণা করলেন সামান্থা ও চৈতন্য। তবে আজও তাঁদের ইনস্টা প্রোফাইলে জ্বলজ্বল করছে একে ওপরের ছবি।
 

  • 5/8

বছর শেষে মন খারাপ করা খবরটি শোনান সুস্মিতা সেনও। প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের খবর ঘোষণা করেন সুস্মিতা। ২০১৮ থেকে লিভ ইন করতেন রোহমান এবং সুস্মিতা। ২০২১-এর শেষে সেই সম্পর্কে ইতি টানলেন তাঁরা।
 

  • 6/8

এ বছর বিবাহ বিচ্ছেদ হয় হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির দুই অভিনেতা-অভিনেত্রী করণ মেহরা এবং নিশা রাওয়ালের। ৬ বছরের বিবাহিত জীবনে করণের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ আনেন নিশা। পুলিশও ডাকেন নিশা।
 

  • 7/8

সম্পর্ক ভাঙে বলিউড গায়ক হানি সিং ও তাঁর স্ত্রী শালিনী সিংয়েরও। গত ১০ বছর ধরে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন শালিনী সিং বলে দাবি করেন স্ত্রী। হানি সিংয়ের বাবার বিরুদ্ধেও অশালীন ব্যবহারের অভিযোগ আনেন শালিনী।

Advertisement
  • 8/8

গত ১ সেপ্টেম্বর ২০২০-তে স্যাম বম্বেকে বিবাহ করেন অ্যাডাল্ট ফিল্ম অভিনেত্রী পুনম পান্ডে। বছরের শুরুতেই স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন তিনি। এরপর বিচ্ছেদের পথ বেছে নেন পুনম।
 

Advertisement