Advertisement
মনোরঞ্জন

Yearender 2021, Tollywood Weddings: ২০২১ সালে গাঁটছড়া বেঁধেছেন এই টলি তারকারা! দেখুন বিয়ের PHOTOS

  • 1/9

২০২১ প্রায় শেষ হতে চলল। চারিদিকে নতুন বছরের প্রস্তুতি তুঙ্গে। চলতি বছর ভাল -মন্দ মিলেমিশে কেটেছে টলিপাড়ার। তবে এই বছর বহু তারকা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। এক নজরে দেখা যাক, কারা রয়েছেন সেই তালিকায়। 

  • 2/9

সৌরভ বন্দ্যোপাধ্যায় - ত্বরিতা চট্টোপাধ্যায়

১৫ জানুয়ারি বিয়ে করেছেন তরুণ কুমারের নাতি টেলি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। তাঁদের বিয়ের আসর বসেছিল আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে। ১৭ তারিখ হয় রিসেপশন পার্টি। বিয়ে -রিসেপশন দু'দিনই হাজির ছিলেন ইন্ডাস্ট্রির তারকারা। 

  • 3/9

ওম সাহানি-  মিমি দত্ত 

৪ ফ্রেব্রুয়ারি বৈদিক মতে চার হাত এক হয় তারকা জুটি ওম সাহানি ও মিমি দত্তর। নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে বিয়ে সম্পন্ন করন তাঁরা। সংস্কৃত মন্ত্রের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতের সুরের ঝর্নায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওম-মিমি। এদিন ক্লাব ভার্দে ভিস্তায় ছিল টেলি পাড়ার নক্ষত্রের ভিড়। 
 

Advertisement
  • 4/9

ইমন চক্রবর্তী - নীলাঞ্জন ঘোষ 

২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন ইমন চক্রবর্তী - নীলাঞ্জন ঘোষ। 'নীলামন' -র বিয়েতে কার্যত ছিল চাঁদের হাট। বিয়ের আসর বসেছিল হাওড়ার বালি বাগিচা রাজবাড়িতে। বিয়েতে একেবারে সাবেকী সাজে সেজেছিলেন বর-কনে। 
 

  • 5/9

সোহিনী গুহ রায়- কল্লোল চৌধুরী 

২ ফেব্রুয়ারিই গাঁটছড়া বাঁধেন টেলি অভিনেত্রী  সোহিনী গুহ রায় ও  কল্লোল চৌধুরী। গায়ে হলুদ, বিয়ে সবেতেই উপস্থিত ছিলেন একাধিক টেলি তারকারা। এই মুহূর্তে 'গঙ্গারাম' ধারাবাহিকে মুখ্য চরিত্র টায়রার ভূমিকায় অভিনয় করেছেন সোহিনী। 

  • 6/9

নীল ভট্টাচার্য - তৃণা সাহা 

৫ ফেব্রুয়ারি পরিণতি পায় তারকা জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহার প্রেম। তপসিয়ার অর্কিড গার্ডেনে বসেছিল তাঁদের বিয়ের আসর। টলিউডের তারকারা তো বটেই, নবদম্পতিকে আর্শীবাদ করতে হাজির হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘তৃনীল’-এর বিয়ে থেকে রিসেপশন সবেটেই একেবারে সকলকে তাক লাগিয়েছিলেন জুটি। 

  • 7/9

প্রমিতা  চক্রবর্তী  - রুদ্রজিৎ মুখোপাধ্যায় 

১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে- এর দিন বিয়ে করেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও প্রমিতা চক্রবর্তী। পুরুলিয়ায় রুদ্রজিতের বাড়িতেই হয় তাঁদের বাগদান ও আইনী বিয়ে। রূপকথার গল্পের মতো হয় আংটি বদল পর্ব। দু'জনে যেন দুব দিয়েছিলেন একে অপরের প্রেমের সাগরে।

Advertisement
  • 8/9

দুর্নিবার সাহা - মীনাক্ষী মুখোপাধ্যায় 

২০১৭ সালে আইনি বিয়ে সেরেছিলেন। এর প্রায় ৪ বছর পর ২১ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন দুর্নিবার সাহা মীনাক্ষী মুখোপাধ্যায়। মেহেন্দি, সঙ্গীত, বিয়ে ও রিসেপশন সমস্ত নিয়ম মেনে হয়। বলাই বাহুল্য এই জুটির বিয়েটে হাজির ছিলেন বহু তারকা। 
 

  • 9/9

মেখলা দাশগুপ্ত -  অর্কপ্রভ চৌধুরী

২ ডিসেম্বর, দীর্ঘদিনের প্রেমিক অর্কপ্রভ চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 'সা রে গা মা পা' খ্যাত সঙ্গীতশিল্পী মেখলা দাশগুপ্ত। তাঁদের বিয়েতে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির বহু সঙ্গীতশিল্পীরা। কলকাতায় বিয়ের পর মেখলার রিসেপশন হয় অর্কপ্রভর শহর, শিলিগুড়িতে। 
 

Advertisement