মৃণাল সেনকে (Mrinal Sen) নিয়ে ছবি, আর সেই ছবি নিয়ে এবার পোস্ট বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে ছবি করছেন এই বঙ্গের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির চিত্রনাট্য আবর্তিত হবে প্রয়াত পরিচালক মৃণাল সেনকে ঘিরে। সৃজিত-চঞ্চলের এই ছবির নাম 'পদাতিক' (Padatik)। ইতিমধ্যেই এই ছবিকে ঘিরে তুঙ্গে আলোচনা। পর্দায় আরও একবার দুই বাংলার যৌথ কাজ দেখতে অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা। আর সেই তালিকায় এবার বলিউডের শাহেনশাও। বুধবার সকালে ছবিটি নিয়ে একটি পোস্টও করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টারও শেয়ার করেছেন বিগ বি।
আসন্ন ছবিটির শিল্পী এবং কলাকুশলীদের জন্য শুভকামনা জানিয়েছেন অমিতাভ বচ্চন। হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন 'পদাতিক', চঞ্চল চৌধুরী এবং সৃজিত মুখোপাধ্যায়ের নাম। স্বয়ং বিগ বি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবির পোস্টার শেয়ার করেছেব দেখে খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সৃজিত মুখোপাধ্যায় এবং চঞ্চল চৌধুরীর ভক্তরা। কমেন্ট বক্সেও তার প্রতিফলন ধরা পড়েছে। বাংলা ছবি নিয়ে পোস্ট করার জন্য অনেকে ধন্যবাদও জানিয়েছেন তাঁকে।
এদিকে স্বয়ং অমিতাভ বচ্চন তাঁর ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন দেখে খুব স্বাভাবিক ভাবেই আপ্লুত সৃজিত মখোপাধ্যায়ও (Srijit Mukherjee)। পাল্টা ধন্যবাদ জানাতে ভোলেননি তিনিও। অমিতাভের পোস্টটি শেয়ার করে ফেসবুকে পরিচালক লেখেন, 'অনেক ধন্যবাদ স্যর। এটা আমাদের কাছে অনেক।' প্রসঙ্গত, প্রয়াত পরিচালক মৃণাল সেনকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনার কথা বেশ কয়েক মাস আগেই জানিয়েছিলেন সৃজিত মুখেপাধ্যায়। দিন কয়েক আগে তিনি জানান, ছবিতে কিংবদন্তি পরিচালকের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে (Chanchal Chowdhury)। পাশাপাশি মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী মনামী ঘোষ। তারপর থেকেই শুরু হয়েছে সিনেমাপ্রেমীদের অপেক্ষা। এখন কবে ছবি মুক্তি পায় সেদিকেই তাকিয়ে সিনেমাভক্তরা।
আরও পড়ুন - মকরে জয়দেব যাচ্ছেন? পুণ্যস্নান সেরে ঘুরে নিন এই জায়গাগুলিও