আজ, রবিবার নির্বাচনী ইস্তাহার (Election Manifesto) প্রকাশ করেছে বিজেপি (BJP)। ইতিমধ্যে সেই কাজ করেছে তৃণমূল, বামেরা। বিজেপি 'সোনার বাংলা' গড়তে কী কী পদক্ষেপ করতে পারে, তা রয়েছে তাদের ইস্তাহারে। বিধাননগরের ইজেডসিসি-তে বিজেপির ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । বাংলাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চায় তারা সেই পরিকল্পনার সঙ্গে রয়েছে বিনোদন ও সংস্কৃতি জগতের জন্যেও একাধিক সংকল্প।
বিজেপির ইস্তাহার 'সোনার বাংলার সংকল্পপত্র'। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের নেতারা উপস্থিত ছিলেন। ইস্তাহারে টেগোর পুরস্কার, সত্যজিৎ রায় আন্তর্জাতিক পুরষ্কার, মহানায়ক উত্তম কুমার ফিল্ম সিটি সহ আরও একাধিক প্রতিশ্রুতি রয়েছে।
ইস্তাহারে বিনোদন ও সংস্কৃতি জগতের জন্য বলা হয়েছে,
* বিশ্বের প্রতিভাকে সম্মান জানানোর জন্য নোবেল প্রাইজের আদলে টেগোর প্রাইজ এবং অস্কারের আদলে সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড পুরস্কার
* বাংলাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে গড়ে তুলতে `১১,০০০ কোটি সোনার বাংলা তহবিল স্থাপন
* বাঙালি সংস্কৃতি প্রচারের জন্য সমস্ত রাজ্যের রাজধানী এবং বিদেশের নির্ধারিত কিছু জায়গায় সাংস্কৃতিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য গুরুদেব সেন্টার ফর কালচারাল এক্সিলেন্স বানানো হবে
* বাংলার উৎকর্ষতা প্রদর্শনের জন্য কলকাতায় একটি বিশ্বমানের সোনার বাংলা মিউজিয়াম তৈরি করা হবে
* মহা ধুমধামে নেতাজির জন্ম বার্ষিকী হিসাবে পরাক্রম দিবস (২৩ শে জানুয়ারি) পালন হবে
* রাজ্য জুড়ে নির্ভয়ে ও বিনা বাধায় সরস্বতী ও দুর্গা পুজা উদযাপন
* গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রসার ও প্রচারের লক্ষ্যে `২,৫০০ কোটি তহবিল
আরও পড়ুন: সরকারে এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই লাগু হবে CAA; ইস্তেহার প্রকাশ করে ঘোষণা শাহ'র
* পুরোহিত কল্যাণ বোর্ড প্রতিষ্ঠা এবং পুরোহিতদের প্রতি মাসে `৩,০০০ সাম্মানিক প্রদান
* চৈতন্য মহাপ্রভু স্পিরিচুয়াল ইনস্টিটিউটের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর মতাদর্শ প্রচার
* ৬০ বছরেরও বেশি বয়সের কীর্তনীয়াদের মাসিক `৩,০০০ পেনশন দেওয়া হবে
* রাজ্যজুড়ে মন্দির গুলির মেরামত ও সংস্কারের জন্য `১০০ কোটির তহবিল
* বিশ্বজুড়ে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ এর ঐতিহাসিক যাত্রা প্রদর্শনের জন্য `১,০০০ কোটি তহবিল
* তমলুকে তাম্রলিপ্ত জাতীয় মিউজিয়াম প্রতিষ্ঠা
* বাংলাকে রাষ্ট্রপুঞ্জের অন্যতম সরকারী ভাষা হিসাবে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা
* সরকারের সকল দলিল, আদেশ এবং চিঠিপত্রগুলিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে
* ঠাকুর পঞ্চানন বর্মার একটি মিউজিয়াম, একটি স্মৃতিসৌধ এবং একটি বিগ্রহ প্রতিমা নির্মাণের জন্য `২৫০ কোটি তহবিল স্থাপন
* সোনারপুরে মহানায়ক উত্তম কুমার ফিল্ম সিটি প্রতিষ্ঠা
আরও পড়ুন: ইস্তেহারে কল্পতরু শাহ, চোখ রাখুন BJP সোনার বাংলা সঙ্কল্পের ১০ গুরুত্বপূর্ণ ঘোষণায়
এবারের বিধানসভা ভোটে বাঙালি মন পেতে একের পর এক মনীষীর স্মরণ নিচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বাঙালি আবেগ উস্কে দিতে প্রধানমন্ত্রীর মুখে নিয়মিত শোনা শোনা যাচ্ছে রবীন্দ্রনাথ বা সুভাষচন্দ্রের উদ্ধৃতি। পিছিয়ে নেই বিজেপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও।
প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতায় একটি পাঁচতারা হোটেলে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন আয়োজিত একটি অনুষ্ঠানে এসেছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এদিন তিনি এই ঘোষণা করেন, বাঙালির অন্যতম সেরা আইকন সত্যজিৎ রায়ের নামে জাতীয় স্তরের একটি ফিল্ম পুরস্কারের কথা।