Kapil Sharma Birthday Celebration Party : নেচে-গেয়ে একাই পার্টি মাতালেন কপিল শর্মা, দেখুন ছবি-ভিডিও

কপিল শর্মা যে সুন্দর গান গাইতে পারেন তা আর কারও অজানা নয়। আর এবার নিজের জন্মদিনেও সঙ্গীত শিল্পীদের সঙ্গে গলা মেলালেন তিনি। বেশকেছু গান করেন কপিল শর্মা। তারমধ্যে তাঁর গলায় 'মেরে রসকে কমর' গানটির ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এছাড়া ভিডিওতে জমিয়ে নাচতেও দেখা যাচ্ছে কপিল শর্মাকে। 

Advertisement
নেচে-গেয়ে একাই পার্টি মাতালেন কপিল শর্মা, দেখুন ছবি-ভিডিওকপিল শর্মা
হাইলাইটস
  • কপিল শর্মার জমজমাট জন্মদিনের পার্টি
  • নাচে-গানে মাতোয়ারা
  • ছবি তুললেন বন্ধুদের সঙ্গে

মহাসমারোহে ও জাঁকজমকের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন (Kapil Sharma Birthday Celebration Party) করলেন কমেডি কিং কপিল শর্মা। মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে জন্মদিনের আনন্দে মেতে ওঠেন তিনি। আর সেই বার্থ ডে সেলিব্রেশনের বেশকিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

গান গাইলেন কপিল শর্মা
কপিল শর্মা যে সুন্দর গান গাইতে পারেন তা আর কারও অজানা নয়। আর এবার নিজের জন্মদিনেও সঙ্গীত শিল্পীদের সঙ্গে গলা মেলালেন তিনি। বেশকেছু গান করেন কপিল শর্মা। তারমধ্যে তাঁর গলায় 'মেরে রসকে কমর' গানটির ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এছাড়া ভিডিওতে জমিয়ে নাচতেও দেখা যাচ্ছে কপিল শর্মাকে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Teji Bajwa (@teji_bajwa)

বন্ধুদের সঙ্গে পোজ দিলেন কপিল
অনুষ্ঠানে খোশ মেজাজে দেখা যায় কপিল শর্মার স্ত্রীকেও। স্বামী-স্ত্রী মিলে পোজ দেন বন্ধুদের সঙ্গে। আনন্দ করতে দেখা যায় তাঁদের মেয়েকেও। অনুষ্ঠানে সবাই ব্ল্যাক আউটফিটে সেজে উঠেছিলেন। 

শুভেচ্ছা জানালেন সেলেবরা
গত ২ তারিখ ছিল কপিলের জন্মদিন। বিশেষ এই দিনে কপিলকে শুভেচ্ছা জানান টিভি ও বলিউডের তারকারা। কারণ বলিউডের অনেক তারকারই প্রিয় পাত্র কপিল শর্মা। 

আরও পড়ুনবিয়ার দিয়ে পরিচর্যা করলে চুল হয় নরম ও মোলায়েম, কীভাবে ধোবেন?


 

POST A COMMENT
Advertisement