scorecardresearch
 

How To Wash Hair With Beer : বিয়ার দিয়ে পরিচর্যা করলে চুল হয় নরম ও মোলায়েম, কীভাবে ধোবেন?

ধুলোবালি ও দুষণের জেরে চুল ময়লা হয় এবং তার ঔজ্জ্বল্যও হারিয়ে যায়। চুলের দেখভালের জন্য পার্লারে বহু টাকা খরচও করেন অনেকে। কিন্তু এই পদ্ধতিতে অল্প খরচেই পাওয়া যাবে ভাল চুল। বিয়ার দিয়ে চুল ধোয়ার উপকারিতা হল, এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে। ভিটামিন বি চুল ও মাথার ত্বকে পুষ্টি জোগাতে সাহায্য করে। এতে উপস্থিত মল্টোজ এবং গ্লুকোজ চুলকে মজবুত করে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বিয়ার চুলের ঔজ্জ্বল্য বাড়ায়
  • তবে ধুতে হবে সঠিক উপায়ে
  • জেনে নিন পদ্ধতি

How To Clean Hair With Beer : আপনি কি জানেন বিয়ার দিয়ে চুল ধুলে তা নরম, মোলায়েম ও ঔজ্জ্বল্যপূর্ণ হয়ে ওঠে? সাধারণ অ্যালকোহল স্বাস্থ্যের পক্ষে ভাল নয় বলেই জানান চিকিৎসকরা। তবে বিয়ারে যে অল্প পরিমান অ্যালকোহল থাকে তা চুলকে কোমল ও মোলায়েম করে তোলে। তবে সেই কাজটি করতে হবে সঠিকভাবে। অর্থাৎ নরম চুল পেতে সঠিক পদ্ধতিতে বিয়ার দিয়ে ধুতে হবে চুল। 

ধুলোবালি ও দুষণের জেরে চুল ময়লা হয় এবং তার ঔজ্জ্বল্যও হারিয়ে যায়। চুলের দেখভালের জন্য পার্লারে বহু টাকা খরচও করেন অনেকে। কিন্তু এই পদ্ধতিতে অল্প খরচেই পাওয়া যাবে ভাল চুল। বিয়ার দিয়ে চুল ধোয়ার উপকারিতা হল, এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে। ভিটামিন বি চুল ও মাথার ত্বকে পুষ্টি জোগাতে সাহায্য করে। এতে উপস্থিত মল্টোজ এবং গ্লুকোজ চুলকে মজবুত করে। 

জেনে নেওয়া যাক বিয়ার দিয়ে চুল ধোয়ার নিয়ম
১. ভাল মানের নিয়ার কিনুন - যেহেতু বিষয়টি চুলের সঙ্গে জড়িয়ে, তাই ভাল মানের বিয়ার কেনা উচিত। কেনার সময় বিয়ারের তৈরি ও এক্সপেয়ারি ডেট অবশ্যই দেখুন। 

২. সাধারণ তাপমাত্রায় বিয়ার রাখুন - বিয়ারটি ব্যবহারের কয়েক ঘণ্টা আগে ফ্রিজ থেকে বের করে আনুন। বিয়ারের তাপমাত্রা সাধারণ হলে তবেই ব্যবহার করুন। 

৩. চুলে শ্যাম্পু করুন - এরপর চুলটি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। বেবি শ্যাম্পু হলে সবচেয়ে ভাল। তবে ভুলেও কন্ডিশনার ব্যবহার করবেন না। 

৪. মাথায় বিয়ার ঢালুন - এবার চুলের দৈর্ঘ্যের ভিত্তিতে মাথায় বিয়ার ঢালুন। হালকা করে সেটি স্কাল্ফে ঘষুন। তবে খুব বেশ ঘষবেন না, তাহলে চুল পড়ার সমস্যা দেখা দিয়ে পারে।

৫. চুল ধুয়ে ফেলুন - তারপর জল দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। তবে রগড়াবেন না। তাহলে চুলের ক্ষতি হবে। 

Advertisement

৬. কন্ডিশনার ব্যবহার করুন - যদি বিয়ার ব্যবহারের পরেও কারও মনে হয় যে চুল পুরোপুরি নরম ও মোলায়েম হয়নি, তাহলে একটু কন্ডিশনার ব্যবহার করতে পারেন। 

আরও পড়ুনপড়ুয়াদের সঙ্গে গানের তালে নেচে উঠলেন এই মহিলা IAS, ভিডিও Viral

 

Advertisement