
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) যে পশ্চিমবাংলায় আছেন, একথা খুব কম লোকেরই অজানা। সুজয় ঘোষের (Sujoy Ghosh) পরিচালনায় নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজের (Web Series) শ্যুটে বর্তমানে কালিম্পংয়ে (Kalimpong) রয়েছেন সইফ ঘরণী। সঙ্গে রয়েছে একরত্তি জেহ (Jeh)। বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) আসার পর নায়িকার একটি ছবি ভাইরাল হয়। শুধু তাই না, উত্তরবঙ্গের শ্যুটিং চলাকালীন নিয়মিত বিভিন্ন মুহূর্তের আপডেট শেয়ার করছেন বেবো।
তবে শ্যুটিংয়ের ব্যস্ততার ফাঁকেও অভিনেত্রী কিছু স্থানীয় এবং ক্লাসিক সুস্বাদু খাবার খাচ্ছেন। করিনা কাপুর বিশ্বের নামজাদা শেফদের সেরা রান্না করা খাবারের স্বাদ নিয়েছেন। অবাক করা বিষয় হল, নীনা'স কিচেনের প্রতিষ্ঠাতা এবং মালিক নীনা প্রধানের তৈরি তিরামিসু (Tiramisu) মন জয় করেছে নায়িকার। ইতালীয় এই মিষ্টির একটি ছবি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে তিনি লিখেছেন, "বিশ্ব ভ্রমণ করে কালিম্পংয়ে সেরা তিরামিসু খুঁজে পেলাম...।"
আরও পড়ুন: কৌশানীর আবদারে 'সামি সামি' গানে তুমুল নাচ শ্রাবন্তী -নুসরতের!
Indiatoday.in-কে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, নীনা প্রধান বলিউড ডিভার জন্য রান্না করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। নীনাও কারিনার সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি জানান যে করিনার তাঁর খাবার খুব পছন্দ হয়েছে।
আরও পড়ুন: 'টাপা টিনি'-র তালে বিমানবন্দরেই মনামীর সঙ্গে চুটিয়ে নাচলেন বিমান সেবিকারা!
নীনা প্রধান বলেন, "আমার খাবারের প্রশংসা হচ্ছে, তাই খুব ভাল লাগছে। এই অনুভূতিটা সত্যিই দারুণ। করিনা কাপুরের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। আমার খাবার ওঁর খুব ভাল লেগেছে। শুধু তিরামিসু না, আমি করিনার জন্য তিন রাতের খাবার পাঠিয়েছি। করিনা কাপুর আমার রেস্তোরাঁ থেকে স্থানীয় খাবার খেয়েছেন। আমি তাঁকে মেনু পাঠিয়েছিলাম এবং তিনি এখন থেকে সবকটি পদ চেখে দেখতে চান। একদিন ওঁকে কন্টিনেন্টাল পাঠিয়েছিলাম। আবার একদিন ওঁর জন্য বার্মিজ খাবারও তৈরি করেছি।"
আরও পড়ুন: 'কতবার যে শেষ মুহূর্তে বাদ পড়েছি,' টলিউডের কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক দেবলীনা
প্রসঙ্গত, 'ডিভিশন' নামের এই ওয়েব সিরিজের মাধ্যমেই ওটিটি-তে ডেবিউ করছেন করিনা কাপুর খান। আগামী ২৮ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেই থাকবেন তিনি। শ্যুটিংয়ের সূত্রে প্রায় সাড়ে তিনশো জনের একটি টিম এসেছে উত্তরবঙ্গে। লাভাতে টানা ৭ দিন শ্যুটিং চলার পর দার্জিলিংয়ে শ্যুট করবেন বেবো। সেখানে তিনি থাকবেন প্রায় ৫ থেকে ৬ দিন।