scorecardresearch
 

Sandhya Mukhopadhyay Hit Gaan : এই গানগুলির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন সন্ধ্যা মুখোপাধ্য়ায়, দেখুন

শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে গানের জীবন শুরু হলেও পরবর্তী সময় বাংলা ও হিন্দি ছবির প্লে ব্যাকে রীতিমতো দাপিয়ে বেড়িয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শ্রোতাদের উপহার দিয়েছেন একের পর এক হিট গান। চলুন ফিরে দেখা যাক গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিপুল জনপ্রিয় তেমনই কিছু গান। 

Advertisement
সন্ধ্যা মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়
হাইলাইটস
  • হিন্দি ও বাংলা উভয় গানেই জনপ্রিয় ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়
  • শ্রোতাদের উপহার গিয়েছেন বহু হিট গান
  • পেয়েছেন জাতীয় পুরস্কার

প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। তবে সুরে আকাশে চিরদিনই উজ্জ্বল নক্ষত্রের মতো থেকে যাবে তাঁর নাম। আর ঠিক একইভাবে শ্রোতাদের হৃদয়ে থেকে যাবে তাঁর সুরেলা কণ্ঠা। শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে গানের জীবন শুরু হলেও পরবর্তী সময় বাংলা ও হিন্দি ছবির প্লে ব্যাকে রীতিমতো দাপিয়ে বেড়িয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শ্রোতাদের উপহার দিয়েছেন একের পর এক হিট গান। গান তাঁকে এনে দিয়েছে বহু পুরস্কারও। চলুন ফিরে দেখা যাক গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিপুল জনপ্রিয় তেমনই কিছু গান। 

১. আমাদের ছুটি ছুট (ছবি-জয়জয়ন্তী)

২. ওরে সকল সোনা মলিন হল ( ছবি-নিশিপদ্ম)

৩. ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা (ছবি-সবার উপরে)

৪. এ শুধু গানের দিন (ছবি-পথে হল দেরি)

৫. কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে (ছবি-পথে হল দেরি)

৬. মধুমালতী ডাকে আয় (ছবি-হারজিত)

৭. মায়াবতী মেঘে এল তন্দ্রা (ছবি-চয়নিকা)

৮. কী মিষ্টি দেখ মিষ্টি (ছবি-নায়িকা সংবাদ) 

৯. চন্দন পালঙ্কে শুয়ে

১০. হয়ত কিছুই নাহি পাবো

আরও পড়ুনধনকুবের এই মহিলার বেস্ট ফ্রেন্ড এক গৃহহীন যুবক, কীভাবে হল বন্ধুত্ব?


 

Advertisement