scorecardresearch
 

Arijit Singh On Gerua: 'স্বামীজি যদি সাদা পরতেন...',গেরুয়া পাগড়ি পরে গেরুয়া-বিতর্কে অরিজিৎ

গত ১৫ ডিসেম্বরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অরিজিৎ সিং। মঞ্চে তখন শাহরুখ খান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে গাওয়ার অনুরোধ করেন। তখন তিনি গেয়ে ওঠেন,'রং দে তু মহে গেরুয়া'। সেখান থেকে বিতর্কের সূত্রপাত।

Advertisement
অরিজিৎ সিং। অরিজিৎ সিং।
হাইলাইটস
  • গেরুয়া বিতর্কে মুখ খুললেন অরিজিৎ সিং।
  • কলকাতার অনুষ্ঠানে এলেন গেরুয়া পাগড়িতে।

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মমতা বন্দ্যোপাধ্যায় গাইতে অনুরোধ করেছিলেন। অরিজিৎ গেয়েছিলেন,'রং দে তু মোহে গেরুয়া।' সেখান থেকে শুরু হয় বিতর্ক। এর পরই ইকোপার্কে অরিজিতের অনুষ্ঠান বাতিল করে দেয় প্রশাসন। বিজেপি শিবির থেকে অভিযোগ করা হয়, গেরুয়া গেয়েছেন বলেই গোঁসা হয়েছে মুখ্যমন্ত্রী। তাই বাংলার ছেলের অনুষ্ঠান বাতিল। সেই অনুষ্ঠান হয়েছে নির্ধারিত দিনেই। তবে স্থান বদলে হয়েছে অ্যাকোয়াটিকায়। শনিবার সেখানে গাইতে গাইতে গেরুয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন অরিজিৎ সিং। 

অরিজিৎ সিংয়ের গেরুয়া গান নিয়ে বিতর্কে জলঘোলা হয়েছিল রাজ্য তথা দেশের রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ন রাজনীতির অভিযোগ করেছিলেন বিজেপি নেতানেত্রীরা। তার পাল্টা প্রশাসনিক কারণে কনসার্টের স্থানবদল হয়েছে বলে দাবি করে শাসক দল। আয়োজকদের বিকল্প হিসেবে অ্যাকোয়াটিকা দেওয়া হয়েছে বলেও জানানো হয়। সেই বিতর্কেই শনিবার মুখ খুললেন অরিজিৎ। মাথায় গেরুয়া পাগড়ি। গাইছিলেন 'রং দে তু মোহে গেরুয়া...'। গানটি শেষ হতেই অরিজিৎ বলেন,'এই গানটা নিয়ে অনেক জল্পনা-কল্পনা হল। আরে এই গানটাই যত নষ্টের গোড়া। গেরুয়া তো সন্ন্যাসীদের রং! স্বামীজির রং। স্বামীজি কোনওদিন সাদা পরলে সাদা নিয়েও এমন হত নাকি!'    

আরও পড়ুন- কলকাতায় অরিজিতের শো, টিকিটের দামে কেনা যাবে আইফোন!

গত ১৫ ডিসেম্বরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অরিজিৎ সিং। মঞ্চে তখন শাহরুখ খান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে গাওয়ার অনুরোধ করেন। তখন তিনি গেয়ে ওঠেন,'রং দে তু মহে গেরুয়া'। তার পর ইকো পার্কে অরিজিতের শো বাতিল হয়ে যায়। জানানো হয়, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জি ২০ সামিটের কর্মসূচি থাকায় অনুমতি দেওয়া সম্ভব নয়। বিজেপি অভিযোগ করে, গেরুয়া গান গাওয়ার জন্য পুলিশ অনুমতি দিয়েও ফিরিয়ে নেয়। যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয়, ফিল্ম ফেস্টিভ্যালের অনেক আগেই অনুমতি প্রত্যাহার করা হয়েছিল। অগ্রিম টাকাও ফিরিয়ে দেওয়া হয়। 

Advertisement

এ দিন অরিজিতের মন্তব্যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,'এটা বিজেপিকেই বলেছেন গায়ক। গেরুয়া রং বিজেপির পৈতৃক সম্পত্তি নয়।'

আরও পড়ুন- ইকো পার্কে অরিজিতের শো কেন বাতিল? অবশেষে মুখ খুলল তৃণমূল

Advertisement