Urfi Javed relationship status : এই Indo-Canadian সিঙ্গারের সঙ্গে ডেট করছেন উরফি, বললেন মনের কথা

শোনা যাচ্ছে যে ইন্দো-কানাডিয়ান সঙ্গীত শিল্পী কুনওয়ারের (Indo Canadian Singer Kunwarr) সঙ্গে ডেট করছেন উরফি জাভেদ। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। দু'জনের সম্প্রতি ছবি ঘিরে রীতিমতো সরগরম ইন্টারনেট। তাঁর ভক্তরা খুবই উৎসুক বিষয়টি সম্পর্কে জানতে। ভক্তদের প্রশ্ন, সত্যিই কি কুনওয়ারকে ডেট করছেন উরফি? জবাবে অভিনেত্রী কুনওয়ারের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, "আমি জানি তুমি আমায় ভালবাস"।

Advertisement
এই Indo-Canadian সিঙ্গারের সঙ্গে ডেট করছেন উরফি, বললেন মনের কথাউরফি জাভেদ
হাইলাইটস
  • উরফি জাভেদের ডেটিং নিয়ে জল্পনা
  • উঠে আসছে সঙ্গীত শিল্পীর নাম
  • জানতে উৎসুক ফ্যানেরা

নিজের খোলামেলা ও বিচিত্র পোশাকের কারণে প্রায় সবসময়ই ফ্যানেদের আলোচনার কেন্দ্রে থাকেন বিগবসের প্রাক্তন প্রতিযোগী তথা অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed)। তবে সবাই অবশ্য তাঁর স্টাই স্টেমেন্ট পছন্দ করেন না। তাই অনেক সময় ট্রোলও হন তিনি। এমনকি অনেকেরই অভিযোগ, হলিউড তারকাদের স্টাইল নকল করেন উরফি জাভেদ। তাঁরা আরও অভিযোগ করেন, যে সমস্ত বিচিত্র পোশাক উরফিকে পরতে দেখা যায় তার কোনওটাই তাঁর নিজস্ব ডিজাইন করা নয়, সবই নাকি নকল করা। তবে এবার স্টাইল নিয়ে নয়, নিজের সম্পর্কের কারণে শিরোনামে উরফি জাভেদ। 

রিলেশানশিপে রয়েছেন উরফি? 
শোনা যাচ্ছে যে ইন্দো-কানাডিয়ান সঙ্গীত শিল্পী কুনওয়ারের (Indo Canadian Singer Kunwarr) সঙ্গে ডেট করছেন উরফি জাভেদ। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। দু'জনের সম্প্রতি ছবি ঘিরে রীতিমতো সরগরম ইন্টারনেট। তাঁর ভক্তরা খুবই উৎসুক বিষয়টি সম্পর্কে জানতে। ভক্তদের প্রশ্ন, সত্যিই কি কুনওয়ারকে ডেট করছেন উরফি? জবাবে অভিনেত্রী কুনওয়ারের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, "আমি জানি তুমি আমায় ভালবাস"।

আসলে কুনওয়ার উরফির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, "অনেক কিছুই আছে যা আমাদের মধ্যে হচ্ছে"। ছবিতে দু'জনেই একটি রোম্যান্টিক স্থানে পোজ দিয়েছিলেন। কুনওয়ারের সেই ছবিটিকে পুনরায় শেয়ার করে নিজের মনের কথা লেখেন উরফি। তখন থেকেই তাঁদের ডেটিং জল্পনা শুরু হয়ে যায় ফ্যানেদের মধ্যে। এছাড়া ভ্যালেন্টাইন ডে-তে একটি পোস্টে সমস্ত ভক্তকে উইশ করেছিলেন উরফি। তাতে কুনওয়ার কমেন্ট করেন, "হ্যাপি ভ্যালেন্টাইন ডে উরফিজি"। তারপরেই তাঁদের রিলেশানশিপ নিয়ে আলোচনা আরও তীব্র হয়। মানুষের প্রশ্ন, উরফি কি সত্যিই কুনওয়ারের সঙ্গে ডেটিং করছেন? 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urrfii (@urf7i)

Advertisement

পেশাগত দিক থেকে দেখতে গেলে এখনও পর্যন্ত বেশকিছু হিট গান গেয়েছেন কুনওয়ার। অফসানা কানের সঙ্গেও কাজ করেছেন তিনি। সম্প্রতি কুনওয়ায়ের 'অ্যাটিটিউড' ট্র্যাকটি মুক্তি পেয়েছে। সেটি সকলের বেশ পছন্দও হয়েছে। অন্যদিকে উরফিকে একতা কপুরের রিয়েলিটি শো 'লক আপ'-এর জন্য অ্যাপ্রোচ করা হয়েছে। শো-এর সঞ্চালতা করবেন কঙ্গনা রানাওয়ান (Kangana Ranaut)। তবে তিনি এই শো-তে আদৌ থাকছেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানাননি উরফি। 

আরও পড়ুনএবার 'কাঁচা বাদাম' গান তানজানিয়ায়! কিলি পলের নাচ Viral


 

POST A COMMENT
Advertisement