Yash Daasguptaa in Bollywood: বলিউডে পা যশের! কোন বি-টাউন নায়িকার সঙ্গে রোম্যান্স করবেন অভিনেতা?

Yash Daasguptaa News: জল্পনাই সত্যিই হল! বি-টাউনে পাড়ি দিয়েছেন যশ দাশগুপ্ত। বলিউড ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। যদিও এবিষয় এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন টলিউড অভিনেতা ।

Advertisement
বলিউডে পা যশের! কোন বি-টাউন নায়িকার সঙ্গে রোম্যান্স করবেন অভিনেতা?   অভিনেতা যশ দাশগুপ্ত (ছবি: ফেসবুক)

বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, যশ দাশগুপ্তকে (Yash Daasguptaa) নিয়ে। জল্পনাই সত্যিই হল! বি-টাউনে পাড়ি দিয়েছেন টলিউড অভিনেতা (Tollywood Actor)। এবার বলিউড ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। যশ, জুটি বাঁধছেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমারের (Divya Khosla Kumar) সঙ্গে। ছবির পরিচালনায় 'সনম তেরি কসম' খ্যাত পরিচালক জুটি বিনয় সাপ্রু (Vinay Sapru) ও রাধিকা রাও (Radhika Rao)। 

যদিও এবিষয় এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন যশ। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই গত জুন মাস নাগাদ, উত্তর ভারতের বিভিন্ন লোকেশনে ছবির প্রথম পর্যায়ের শ্যুট সেরে ফেলেছেন অভিনেতা। শুধু তাই না, খুব শীঘ্রই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের শ্যুটিং। যার জন্য মুম্বই উড়ে যেতে পারেন তিনি।     

আরও পড়ুন:  রাধিকা-পোখরাজের মধ্যে রেষারেষি! সপ্তর্ষি- সোনামণির বন্ধুত্ব কেমন?

দিব্যা ছাড়াও যশ এছবিতে স্ক্রিন শেয়ার করছেন পার্ল ভি পুরি, লিলেট দুবে, মিজান জাফরির মতো অভিনেতাদের সঙ্গে। শোনা যাচ্ছে ছবিটি মুক্তি পাবে টি সিরিজের ব্যানারে। শুধু তাই না, ছবির বাজেটও বেশ বড়, শ্যুটিং হচ্ছে বেশ জাঁকজমকপূর্ণভাবে।রোমান্টিক ঘরানার- পরিবারকেন্দ্রিক এই ছবিতে দিব্যার সঙ্গে চুটিয়ে প্রেম করতে দেখা যাবে যশ দাশগুপ্তকে। 

আরও পড়ুন:  প্রেম মানেই কি গোলমেলে? উত্তর নিয়ে আসছে ‘খোলাম কুচি’

এর আগে হিন্দি প্রোজেক্টে কাজ করেছেন যশ। 'না আনা ইস দেশ লাডো' ধারাবাহিকের মাধ্যমে মুম্বইয়ের ছোট পর্দার দর্শকদের মনের কাছে পৌঁছেছিলেন তিনি। তবে এবার তাঁর পাখির চোখ বলিউড। যশ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি 'চিনে বাদাম' (Cheene Badaam)।

আরও পড়ুন:  মিকার স্বয়ম্বরে কলকাতার প্রান্তিকা! কে এই বঙ্গ তনয়া চেনেন?

Advertisement

এছাড়াও পাইপলাইনে রয়েছে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' সহ আরও বেশ কয়েকটি কাজ। ওপার বাংলার ছবিতেও চুটিয়ে কাজ করছেন তিনি। এর আগে তাঁর অভিনীত 'গ্যাংস্টার', 'ওয়ান', 'এসওএস কলকাতা'-র মতো ছবিগুলি বেশ জনপ্রিয়। এবার বলিউডের মাটিতে তিনি নিজের জমি কতটা শক্ত করতে পারেন, সেটাই এখন দেখার।  

     

POST A COMMENT
Advertisement