scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Aparajita Apu: সব বাঁধা পেরিয়ে স্বপ্নপূরণের লক্ষ্যে অপু! শেষমেশ পারবে সে?

Aparajita Apu episode today- অপরাজিতা অপু
  • 1/9

বর্তমানে সম্প্রচারিত বাংলা ধারাবাহিকগুলির মধ্যে প্রথম সারিতে আসে জি বাংলার 'অপরাজিতা অপু'। গত কয়েক সপ্তাহ ধরে রেটিং চার্টে সেরা তিনেই থাকে এই মেগা। 

Aparajita Apu episode today- অপরাজিতা অপু
  • 2/9

এমনকী, শেষ প্রকাশ্যে আসা টিআরপি তালিকায়, ৮.৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে 'অপরাজিতা অপু'। এই মুহূর্তে ধারাবাহিকে চলছে টানটান পর্ব। 

Aparajita Apu episode today- অপরাজিতা অপু
  • 3/9

ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল অপু। তাঁর স্বপ্ন সে বিডিও অফিসার হবে। সেই মতো করেই চলছিল প্রস্তুতি। হঠাৎই পরিস্থিতির জন্য দিপুকে বিয়ে করে সে। 
 

Advertisement
Aparajita Apu episode today- অপরাজিতা অপু
  • 4/9

তারপর থেকে সংসারের চাপে এবং শাশুড়ি মা - 'আন্টি ১' -এর জন্য আর পরীক্ষা দেবে না ভেবেছিল সে। নিজের স্বপ্নগুলো একে একে ভুলে যেতে বসে সে। কিন্তু স্বামীর ভালোবাসায় এবং সকলের সমর্থনে এবার কেরিয়ার গড়ার দিকে এগানোর সুযোগ পেয়েছে সে। যূথিকা চেষ্টা করে তাঁকে আটকাতে। ব্রাহ্মী শাকের মধ্যে সে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়।  
 

Aparajita Apu episode today- অপরাজিতা অপু
  • 5/9

এই সব বাঁধা পেরিয়ে বিডিও হওয়ার ইন্টারভিউ দেওয়ার জন্য বেড়িয়ে পরে অপু। তাঁকে ইন্টারভিউ দেওয়ার জন্য গাড়ি করে পৌঁছে দিচ্ছে দিপু। যাওয়ার পথে তাঁরা দেখতে পায়, একজন অসহায় বৃদ্ধাকে রাস্তায় পরে থাকতে। দিপু অনেক বলার পরেও নাছোড়বান্দা অপু হাসাপাতালে যেতে চায়।
 

Aparajita Apu episode today- অপরাজিতা অপু
  • 6/9

দিপু তাকে বারবার মনে করায় ইন্টারভিউতে সময়ে পৌঁছনোর কথা।  কিন্তু একজন অসহায় মানুষের প্রাণের চেয়ে ইন্টারভিউকে বেশি গুরুত্ব দিতে নারাজ অপু। 

Aparajita Apu episode today- অপরাজিতা অপু
  • 7/9

রাস্তার মাঝে ওই ভাবে পড়েছিলেন বৃদ্ধা, তাই ভিড়, যানজট হয়েছিল। সেখানে আটকে ছিলেন সরকারি এক আমলাও। তিনি দেখেন অপুকে এইভাবে মানুষের পাশে দাঁড়াতে।  

Advertisement
Aparajita Apu episode today- অপরাজিতা অপু
  • 8/9

কি হবে শেষপর্যন্ত? অপু কি পারবে সময়ে শেষ হওয়ার আগে ইন্টারভিউতে পৌঁছতে? এত কষ্ট করে চেষ্টার পর, এবার কি অপুর স্বপ্নের শেষ? নাকি নতুন স্বপ্নের শুরু হবে এই ভাবেই? 
 

Aparajita Apu episode today- অপরাজিতা অপু
  • 9/9

 এই সব প্রশ্নের উত্তর মিলবে ধারাবাহিকের আজকের (৭ ডিসেম্বরের) পর্বে। 

Advertisement