scorecardresearch
 
টেলিভিশন

হিংসা শুধু শারীরিক নয় মানসিকও হয়, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শেফালি

শেফালি
  • 1/9

প্রথম বিয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বিগ বস খ্যাত শেফালি জরিওয়ালা। বিয়ে করেছিলেন সঙ্গীত পরিচালক হরমিত সিংকে। ২০০৯ সালে সেই সম্পর্কে ভেঙে যায়।

শেফালি
  • 2/9

৫ বছরের দাম্পত্য শেষে যখন বিচ্ছেদের জন্য কেস ফাইল হয়, তখন গার্হস্থ হিংসার অভিযোগ করেছিলেন শেফালি।

শেফালি
  • 3/9

একটি সাক্ষাৎকারে শেফালি জানিয়েছেন, হিংসা কেবল শারীরিক বয় না। মানসিক হিংসার শিকার হয়েছিলেন তিনি। যার জন্য জীবনে অনেক দুঃখ সহ্য করতে হয়েছে তাঁকে।

শেফালি
  • 4/9

তিনি আরও জানান, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন আর্থিক ভাবে স্বাধীন ছিলেন বলে। তাঁর মতে, বিবাহবিচ্ছেদ নিয়ে ছুৎমার্গ রয়েছে মানুষের মনে। যা আসলে সমাজের চোখ রাঙানির কারণেই তৈরি হয়েছে।

শেফালি
  • 5/9

বিচ্ছেদের ক্ষেত্রে তিনি পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছিলেন। অর্থনৈতিক দিক নিয়ে চিন্তা করতে হয়নি বলেই খুব তাড়াতাড়ি বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিতে পেরেছিলেন তিনি।

শেফালি
  • 6/9

২০০৪ সালে তিনি বিয়ে করেছিলেন ঙ্গীত পরিচালক হরমিত সিংহকে। তাঁর ভাই মরমিত সিংহও বলিউডের ছবিতে সুর দেন। ‘মিত ব্রাদার্স’ নামে পরিচিত তাঁদের জুটি।

শেফালি
  • 7/9

২০১৪ সালে পরাগ ত্যাগী-কে বিয়ে করেন শেফালি। এই বিয়েতে তিনি যে সুখী তা তাঁদের সামাপ্রতিক সোশাল মিডিয়া পোস্ট দেখলেই বোঝা যায়।

শেফালি
  • 8/9

শেফালি আরও জানান, তাঁরা সন্তান দত্তক নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। করোনার ভ্রূকুটি শেষ হলেই বাড়িতে নতুন অতিথির আগমন হবে।

শেফালি
  • 9/9

ছবি সৌজন্য: শেফালির ইনস্টাগ্রাম হ্যান্ডেল