scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Dance Dance Junior New Episode: 'ডান্স ডান্স জুনিয়র'-র মঞ্চে চমক ফড়িং -নোলকদের! প্রতিযোগীদের সঙ্গে জমাট নাচ টেলি তারকারাদের

dance dance junior ajker porbo ডান্স ডান্স জুনিয়র
  • 1/8

চলছে 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ৩ (Dance Dance Junior Season 3)। প্রতিযোগীদের মধ্যে চলছে টানটান লড়াই। স্টার জলসার নাচের এই রিয়্যালিটি শোয়ের প্রায় প্রতি পর্বেই থাকছে চমক। 
 

dance dance junior ajker porbo ডান্স ডান্স জুনিয়র
  • 2/8

 'ডিডিজে'-র বিভিন্ন পর্বে উপস্থিত থাকেন তারকারা। যা, ক্ষুদে শিল্পীদের কাছে একটা বড় প্রাপ্তি। 

dance dance junior ajker porbo ডান্স ডান্স জুনিয়র
  • 3/8

'ডিডিজে'-র আগামী পর্বে হাজির থাকবেন জলসা পরিবারের নায়ক- নায়িকারা। ক্ষুদেদের সঙ্গে জমিয়ে পারফর্ম করবেন তাঁরাও। হাজির থাকবেন 'আলতা ফড়িং'-র ফড়িং, 'হরগৌরী পাইস হোটেল'-র শঙ্কর ও ঐশানী, 'অনুরাগের ছোঁয়া'-র সূর্য, 'গোধূলি আলাপ'-র নোলক এবং 'খেলাঘর'-র শান্টু ও পূর্ণা। 

Advertisement
dance dance junior ajker porbo ডান্স ডান্স জুনিয়র
  • 4/8

প্রতিভাবান প্রতিযোগীদের সঙ্গে নাচ করার পাশাপাশি তাদের উৎসাহ দিতে ও সমর্থন করতেও দেখা যাবে টেলি তারকাদের। 

dance dance junior ajker porbo ডান্স ডান্স জুনিয়র
  • 5/8

ধারাবাহিকের চরিত্রে তাঁদের একেবারে অন্য রূপে দেখতে পান দর্শকেরা। এবার একেবারে অন্যভাবে প্রিয় তারকাদের দেখতে পাওয়া দর্শকদের জন্য নিঃসন্দেহে আনন্দের হবে। 

dance dance junior ajker porbo ডান্স ডান্স জুনিয়র
  • 6/8

১২ ও ১৩ নভেম্বর, শনি ও রবিবার রাত ৯.৩০ মিনিটে সম্প্রচারিত হবে 'ডান্স ডান্স জুনিয়র'-র এই বিশেষ পর্ব। 


 

dance dance junior ajker porbo ডান্স ডান্স জুনিয়র
  • 7/8

'ডান্স ডান্স জুনিয়র' সিজন ৩-র বিচারক আসনে বসছেন টলিউড সুপারস্টার দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও মনামী ঘোষ। প্রথমবার কোনও রিয়্যালিটি শো-তে বিচারক আসনে একসঙ্গে বসেছেন দেব ও রুক্মিণী। 

Advertisement
dance dance junior ajker porbo ডান্স ডান্স জুনিয়র
  • 8/8

অন্যদিকে মেন্টর অর্থাৎ ক্যাপ্টেন হিসাবে রয়েছেন স্টার জলসার তিন ধারাবাহিকের মুখ্য অভিনেতারা। গুনগুন- তৃণা সাহা, খুকুমণী- দিপান্বিতা রক্ষিত ও গঙ্গারাম- অভিষেক বসু। এবারের সিজনের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছে সৌম্যদীপ্ত সাহা ও উদিতা মুন্সী।

Advertisement