scorecardresearch
 
টলিউড

Abar Bibaho Obhijaan: আসছে 'আবার বিবাহ অভিযান'! এবার কেমন লুক হবে গণশা- মালতিদের?

Abar Bibaho Obhijaan sequel of Bibaho Obhijaan character look আবার বিবাহ অভিযান
  • 1/10

গণশা - মালতির মজার সুপার ভাইরাল দৃশ্য দেখেননি এরকম খুব কম বাঙালি নেটিজেন আছেন। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্ত পরিচালিত, এসভিএফ প্রযোজিত ছবি 'বিবাহ অভিযান'। তিন বছর পর আসছে ছবির সিক্যুয়েল- 'আবার বিবাহ অভিযান'।  
 

Abar Bibaho Obhijaan sequel of Bibaho Obhijaan character look আবার বিবাহ অভিযান
  • 2/10

তবে এবার এই রোমান্টিক ড্রামা পরিচালনার দায়ত্বভার পড়েছে সৌমিক হালদারের উপর। ৮ নভেম্বর থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং। শিডিউল অনুযায়ী সব ঠিক থাকলে, চলতি মাসেই শেষ হবে শ্যুটিং। সামনে এসেছে ছবির চরিত্রের লুক। 

Abar Bibaho Obhijaan sequel of Bibaho Obhijaan character look আবার বিবাহ অভিযান
  • 3/10

এই ছবির শ্যুটিংয়ের বেশীরভাগটাই হবে বিদেশে। এছাড়া থাইল্যান্ড এবং কলকাতার কিছু অংশকে বেছে নেওয়া হয়েছে শ্যুটিং লোকেশন হিসাবে। 
 

Abar Bibaho Obhijaan sequel of Bibaho Obhijaan character look আবার বিবাহ অভিযান
  • 4/10

ছবিতে নতুন এবং পরিচিত মুখের মিশ্রণ দেখা যাবে। অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, নুসরত ফরিয়া, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকাররা থাকছেন এবারও। 
 

Abar Bibaho Obhijaan sequel of Bibaho Obhijaan character look আবার বিবাহ অভিযান
  • 5/10

তবে এই টিমে যোগ দিচ্ছেন অভিনেতা সৌরভ দাস। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'কর্ণসুবর্ণর গুপ্তধন' ছবিতে মজার চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন সকলের প্রিয় 'মন্টু পাইলট'- সৌরভ।

Abar Bibaho Obhijaan sequel of Bibaho Obhijaan character look আবার বিবাহ অভিযান
  • 6/10

'বিবাহ অভিযান' বক্স অফিসে যথেষ্ট হিট। সোশ্যাল মিডিয়া জুড়ে আজও দেখা যায় ছবির নানা সংলাপ, মজার ভিডিও। 

Abar Bibaho Obhijaan sequel of Bibaho Obhijaan character look আবার বিবাহ অভিযান
  • 7/10

বহু দর্শক বেশ কিছুদিন ধরেই চাইছিলেন 'বিবাহ অভিযান'-র সিক্যুয়েল আসুক। তাদের অনুরোধ - আবদারে শেষমেশ দ্বিতীয় পার্ট আনার সিদ্ধান্ত নেন প্রযোজকরা।

Abar Bibaho Obhijaan sequel of Bibaho Obhijaan character look আবার বিবাহ অভিযান
  • 8/10

তবে যে কোনও ছবির প্রথম ভাগ সফল হলে, পরবর্তী ভাগ তৈরিতে কিছুটা ঝুঁকি থেকেই যায়। কারণ বহু ক্ষেত্রেই তুলনা টানা হয়, প্রথম ছবির সঙ্গে।
 

Abar Bibaho Obhijaan sequel of Bibaho Obhijaan character look আবার বিবাহ অভিযান
  • 9/10

 'আবার বিবাহ অভিযান' কতটা সফল হবে এবং দর্শক মনে কতটা জায়গা করতে পারবে, তা সময়ই বলবে।

Abar Bibaho Obhijaan sequel of Bibaho Obhijaan character look আবার বিবাহ অভিযান
  • 10/10

 'আবার বিবাহ অভিযান'-র সঙ্গীত পরিচালনার দায়িত্বভার সামলাবেন জিৎ গঙ্গোপাধ্যায়। বলাই বাহুল্য ছবির পাশাপাশি, ছবির গান নিয়েও প্রত্যাশা থাকবে দর্শক- শ্রোতাদের।