scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Nora Fatehi: বাতিল হয়েছেন বার বার, এখন স্টিরিওটাইপ ভাঙছেন নোরা

নোরা
  • 1/10

এক সময় অডিশনে বার বার বিতাল করা হয়েছে তাঁকে। কিন্তু হাল ছাড়েননি নোরা ফাতেহি। বলিউড এবং দক্ষিণী ছবিতে নিয়মিত আইটেম গার্ল হিসাবেই নজরে পড়েন নোরা।

নোরা
  • 2/10

ধীরে ধীরে তাঁর নাচের জাদুতে বলিউডে বিশেষ জায়গা করে নিয়েছেন নোরা ফাতেহি। তাঁর বহু এমন সিঙ্গল রয়েছে যার ভিউ ছাড়িয়েছে কয়েক কোটি।

নোরা
  • 3/10

জন্মসূত্রে কানাডিয়ান হলেও আদপে মরোক্কা তাঁর পূর্বপুরুষদের বাসস্থান। নাচের প্রতি উৎসাহ এবং বলিউডের প্রতি ভালোবাসা তাঁকে ভারতীয় করেছে।

Advertisement
নোরা
  • 4/10

ওয়েস্টার্ন, অ্যাফ্রো এবং মধ্যপ্রাচ্যের বহু ডান্সফর্মে অত্যন্ত পারদর্শী নোরা। সেটা তাঁর নাচেই ফুটে ওঠে।

নোরা
  • 5/10

নাচের মাধ্যমেই তিনি বড় পর্দা এবং ছোট পর্দা বিশেষ পরিচিতি লাভ করেছেন। পেয়েছেন একাধিক পুরস্কারও। বেশ কিছু নাচের রিয়েলিটি শো-তে বিচারকের ভূমিকাতেও দেখা গিয়েছে নোরাকে।

নোরা
  • 6/10

সোশাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়া নোরা মাঝে মধ্যেই তাঁর নাচের নানা ভিডিও পোস্ট করেন যা রীতিমতো ভাইরাল হয়।

নোরা
  • 7/10

তবে শুধুমাত্র ভালো ডান্সার হিসাবেই নন, ভালো অভিনেত্রী হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান নোরা। তার জন্যএই স্টিরিওটাইপ ভাঙছেন তিনি।

Advertisement
নোরা
  • 8/10

গুজরাতের ভূজ-এ ভারতীয় এয়ারবেসের উপর পাকিস্তানের হামলার উপর নির্মিত ছবি ভূজ-এ একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

নোরা
  • 9/10

এর আগেও বাটলা হাউজ সিনেমায় তাঁকে একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল। তবে সেই চরিত্রের চেয়ে আইটেম গানেই তিনি প্রসিদ্ধ হয়েছিলেন সিনেমায়।

নোরা
  • 10/10

ছবি সৌজন্য নোরা ফাতেহির অফিশিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেল

Advertisement