গত ২৯ এপ্রিল চার হাত এক হয়েছে অভিষেক বসু ও শার্লি মোদকের। এদিন আইনি ভাবে সই সাবুদ সেরে নতুন জীবন শুরু করেছেন জুটি। কাজের ব্যস্ততার মধ্যেই কিছুটা সময় বের করে মধুচন্দ্রিমাতে গিয়েছেন নব দম্পতি। বলিউডি কায়দায় রিলস শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। অন্যান্য তারকা থেকে শুরু করে, নেটিজেনরা শুভেচ্ছায় ভরাচ্ছেন কমেন্ট বক্সে। তারকা জুটির হানিমুন ডেস্টিনেশন কী?
গাঁটছড়া বেঁধেছেন 'ফুলকি'-র রোহিত রায়চৌধুরী ও শালিনী। পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়েছেন জুটি। যদিও ভিডিওতে সুন্দর মনোরম পাহাড়ের দৃশ্য দেখা গেলেও, ঠিক কোন জায়গায় গিয়েছেন তা খোলসা করেননি। তবে নব দম্পতির রোম্যান্টিক মুহূর্ত দেখে দারুণ খুশি অনুগামীরা।
রিল ও রিয়েল লাইফের কতটা তফাৎ হয়, তার বড় উদাহরণ এই বিয়ে। কারণ বিয়ে করলেন মেগার নায়ক ও খলনায়িকা। অভিষেক- শার্লির বিয়ের আগে, ধারাবাহিকের সেটেই এলাহি আয়োজন করা হয়েছিল বর- কনের। বিয়ের জন্য প্যাস্টেল থিম বেছে নিয়েছিলেন জুটি। শার্লির পরনে ছিল লেহেঙ্গা। অন্যদিকে অভিষেক পরেছিলেন শেরওয়ানি। এদিন শার্লির সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন অভিষেক।
প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে প্রেম করছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়াতও ভাগ করে নিতেন বিভিন্ন মুহূর্তের ছবি। গত বছরের ডিসেম্বর মাসে তাঁদের বিয়ের কথাও ছিল। কিন্তু হঠাৎ সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসে। অন্যদিকে, সাত বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন শার্লি। মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। টলিপাড়ার খবর, ব্রেকআপ যন্ত্রণাই নাকি কাছাকাছি এনেছে অভিষেক-শার্লিকে।