
টেলিপাড়ায় ফের সানাই বাজছে। আর কিছু ঘণ্টার অপেক্ষা। এরপরই আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায়, সাত পাকে বাঁধা পড়বেন আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। 'আদৃশাম্বী' ফ্যানেদের অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। সব নিয়মকানুন মেনেই গাঁটছড়া বাঁধবেন তারকা জুটি। বরবেশে কেমন লাগছে 'মিথাই'-র উচ্ছেবাবুকে? নেটমাধ্যমে ঘুরছে সেই ছবি।
পরনে ধুতি- স্যান্ডো গেঞ্জি, গায়ে গামছা, মাথায় টোপর, চোখে সানগ্লাস পরে পোজ দিচ্ছেন আদৃত। পাশে রয়েছেন পরিবারের সদস্যরা। মুখের হাসি দেখেই যাচ্ছে, দারুণ খুশি তিনি। অভিনেতার গায়ে হলুদের ছবি সামনে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। সকলে শুভেচ্ছা- প্রশংসায় ভরাচ্ছেন কমেন্ট বক্স।
অন্যদিকে কনে বিয়ের সকালে কৌশম্বীর একটি লুকও সামনে এসেছে। লাল পার- সাদা শাড়িতে সেজেছেন অভিনেত্রী। মেহেন্দি পরা হাতে রয়েছে শাঁখা- পলা। গা ভর্তি গয়না, চুলের খোঁপায় লাগানো লাল গোলাপ। মিষ্টি- লাজুক হেসে লেন্সবন্দী হলেন আদৃতের কনে।
গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ রঙা শাড়িতে সেজেছেন কৌশাম্বী। সঙ্গে রয়েছে কনট্রাস্ট রঙের স্লিভলেস ব্লাউজ। এদিন ফুলের গয়নায় সেজেছেন 'মিঠাই'-র দিদিয়া। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর কপালে ছোঁয়া রয়েছে সামান্য হলুদ।
সব নিয়মকানুন মেনেই গাঁটছড়া বাঁধবেন তারকা জুটি। হাওয়ার একটি নামী ব্য়াঙ্কোয়েটে বসবে জুটির বিয়ের আসর। কনে নিজের জন্যে এদিন বেছে নিয়েছেন লাল রঙের বেনারসি। অন্যদিকে বর আদৃত পরবেন ধুতি- পঞ্জাবি। ১১ মে আয়োজন হচ্ছে 'আদৃশাম্বী'-র রিসেপশন পার্টির। দু'দিনই হাজির থাকবেন টলিপাড়ার বহু তারকা। এককথায় বলা যায়, এই বিয়ে বাড়িতে কার্যত বসবে চাঁদের হাট।
যে কোনও সিরিয়াল মানেই, সেখানে বহু গসিপ- আলোচনাও হবে। বাদ যায়নি 'মিঠাই'-র সদস্যরাও। সিদ্ধার্থ ও তার দিদিয়া অর্থাৎ অভিনেতা আদৃত ও কৌশাম্বীর প্রেমের গুঞ্জন তুঙ্গে ছিল দীর্ঘদিন ধরে। আদৃত ও কৌশাম্বীর প্রেম ইন্ডাস্ট্রির 'ওপেন সিক্রেট' থাকলেও, দু'জনের কেউই এবিষয়ে মুখ খোলেননি আগে। তবে জন্মদিন, পার্টি থেকে শহরের কোনও রেস্তোরাঁ বা ক্যাফেতে কবে- কখন সময় কাটাতেন তাঁরা, তা চোখ এড়ায়নি কারও।
জুটির বিয়ের খবর ছড়াতেই হইচই পড়ে যায় সিনেপাড়ায়। আগে শোনা গিয়েছিল জানুয়ারি মাসে বিয়ে করবেন আদৃত- কৌশাম্বী। এমনকী বিয়ের কেনাকাটাও করছেন দু'জনে। যদিও প্রেমের মতো বিয়ের খবরে দীর্ঘদিন পর্যন্ত সিলমোহর দেননি দু'জনের কেউই। শেষে বিয়ের প্রায় দিন কুড়ি আগে খবরটি নিশ্চিত করেন কৌশাম্বী।