Aratrika Maity: সৃজিত ছবিতে শ্যুটিংয়ে টানা ছুটি লাগবে আরাত্রিকার! এবার কি 'রাই' চরিত্রে নতুন কেউ?

Bangla Serial News: টেলি পাড়ার খবর সেই স্থান নিতে চলেছেন টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি। যদিও এই খবর এখন বেশ পুরনো। তবে খবরটি চাউর হওয়ার পর থেকে অনেকের মনে প্রশ্ন ছিল এত ব্যস্ততার মধ্যে কীভাবে ছবির শ্যুটিং করবেন তিনি।  

Advertisement
সৃজিত ছবিতে শ্যুটিংয়ে টানা ছুটি লাগবে আরাত্রিকার! এবার কি 'রাই' চরিত্রে নতুন কেউ?   আরাত্রিকা মাইতি (ছবি: ফেসবুক)

সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহো গৌরাঙ্গের নাম রে'-তে চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় দেখা যাবে টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে।  ছবিতে গৌরাঙ্গের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া চরিত্রে অভিনয় করার কথা ছিল দর্শনা বণিকের। টেলি পাড়ার খবর সেই স্থান নিতে চলেছেন টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি। যদিও এই খবর এখন বেশ পুরনো। তবে খবরটি চাউর হওয়ার পর থেকে অনেকের মনে প্রশ্ন ছিল এত ব্যস্ততার মধ্যে কীভাবে ছবির শ্যুটিং করবেন তিনি।  

আসলে মেগা সিরিয়াল মানেই টানা শ্যুটিং। তার মধ্যে মুখ্য চরিত্রে যারা রয়েছেন, তাঁদের তো মাসের দ্বিতীয় রবিবার ছাড়া ছুটি পাওয়ার সম্ভাবনা খুব কম। ধারাবাহিকের শ্যুটিং ব্যাঙ্কিংও থাকে না বললেই চলে। এদিকে রাই- অনির্বাণের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। সেক্ষেত্রে খুব প্রয়োজন ছাড়া এতদিনের ছুটি পাওয়া খুব মুশকিল। 'মিঠিঝোরা'-তে রাইয়ের চরিত্রটি এতটাই গুরুত্বপূর্ণ যে, একটি পর্বের বেশীরভাগ দৃশ্যেই তাঁকে দেখা যায়। সব ঠিক থাকলে, এবছর জুন মাস থেকেই শ্যুটিং শুরু হবে 'লহো গৌরাঙ্গের নাম রে'-র। 

 

Aratrika Maity

স্টুডিও পাড়ার অন্দরের খবর, 'মিঠিঝোরা'-র ট্র্যাক কিছুটা বদল করা হবে। ধারাবাহিকের গল্প নতুন ভাবে সাজানোর কথা ভাবছেন নির্মাতারা। যেখানে আরাত্রিকার দৃশ্য কম দেখানো হবে। ফের নতুন চরিত্রের আগমন হতে চলেছে এই মেগাতে। অনির্বাণের এক পুরনো বান্ধবীর এন্ট্রির পরে নাকি গল্প নতুন মোড় নেবে। এই নতুন চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে না এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, বেশ কিছুজনের কাছে এর মধ্যে প্রস্তাবও গিয়েছে। 

mithi jhora

ধারাবাহিকের নায়ক- নায়িকা অসুস্থ হয়ে পড়লে, কোথাও ঘুরতে গেলে বা কোনও ব্যক্তিগত কারণে কিছু দিনের ছুটি নিলে গল্পের দিক বদল হতে দেখা গেছে এর আগেও। আরাত্রিকার ডেবিউ ছবির শ্যুটিংয়ের জন্য এবার 'মিঠিঝোরা'-র গল্প কোন নতুন ট্র্যাক আসে এবং তা দর্শক কতটা পছন্দ করে, সেটাই এখন দেখার।  

 

Advertisement

POST A COMMENT
Advertisement