scorecardresearch
 

Mithai- Balijhor: এবার টক্কর তৃণা- সৌমিতৃষার! 'মিঠাই'-র জনপ্রিয়তা প্রিয়তা ভাঙতে একই সময়ে আসছে 'বালিঝড়'

Bangla Serial: নতুন ধারাবাহিক আসা মানেই, প্রশ্ন ওঠে কোপ পড়বে পুরনো কোন মেগাতে। আগে শোনা গিয়েছিল 'গাঁটছড়া' শেষ হয়ে বা স্লট পরিবর্তন হয়ে, সেই স্থানে আসবে 'বালিঝড়'।

Advertisement
 সৌমিতৃষা কুণ্ডু ও তৃণা সাহা (ছবি: ফেসবুক) সৌমিতৃষা কুণ্ডু ও তৃণা সাহা (ছবি: ফেসবুক)

২০২৩ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক (New Serial)। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে (Bengali Television)। সে তালিকায় যোগ হচ্ছে 'বালিঝড়' (Balijhor)-র নাম। স্টার জলসায় আসছে এই নতুন মেগা। এই ধারাবাহিকে ফের 'সৌগুন' অর্থাৎ অভিনেতা কৌশিক রায় (Koushik Roy), তৃণা সাহাকে (Trina Saha) দেখা যাবে একসঙ্গে। মুখ্য চরিত্রে রয়েছেন আরও এক অভিনেতা- ইন্দ্রাশিস রায় (Indrasish Roy)। 

নতুন ধারাবাহিক আসা মানেই, প্রশ্ন ওঠে কোপ পড়বে পুরনো কোন মেগাতে। আগে শোনা গিয়েছিল 'গাঁটছড়া' (Gaatchhora) শেষ হয়ে বা স্লট পরিবর্তন হয়ে, সেই স্থানে আসবে 'বালিঝড়'। কিন্তু এবার সামনে এল সম্প্রচারের সময়। ৬ ফেব্রুয়ারি থেকে সোম- রবিবার সন্ধ্যা ৬ টায় দেখা যাবে নতুন এই ধারাবাহিক। এতদিন সেই স্থানে হত 'নবাব নন্দিনী' (Nabab Nandini)। তবে এবার প্রশ্ন উঠছে, তাহলে কি ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে রিজওয়ান - ইন্দ্রাণীর ধারাবাহিক (Rezwan Rabbani Sheikh- Indrani Paul Serial) নাকি স্লট পরিবর্তন হবে? সেই বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি চ্যানেলের তরফে। 

 

Balijhor serial

 

আরও পড়ুন: প্রেম করছেন দিতিপ্রিয়া- সুহোত্র? 'রানিমা' সোশ্যালে লিখলেন, 'ইটজ অফিসিয়াল...'

বর্তমানে সন্ধ্যা ৬টার সময় জি বাংলায় হয় 'মিঠাই' (Mithai)। অর্থাৎ 'বালিঝড়' লড়বে সিড- মিঠাই/ মিঠিদের সঙ্গে। যদিও এক সময়ের সেরা সেরা ধারাবাহিক 'মিঠাই'-র বর্তমানে খারাপ স্কোর টিআরপি (TRP) -তে। শেষ প্রকাশ্যে আসা রেটিং চার্টে ৫.৯ নম্বর পেয়ে দশম স্থান পেয়েছে 'মিঠাই'। তবে টেলিপাড়া সূত্রের খবর অনুযায়ী, বড় চমক আসতে চলেছে মোদক পরিবারে। এর ফলে কিছুটা বাড়তে পারে রেটিং। অন্যদিকে ছোট পর্দায় কৌশিক, তৃণা বা ইন্দ্রাশিসের জনপ্রিয়তাও অনেক। তাই বলাই বাহুল্য একে অপরকে জোরদার টেক্কা দেবে দুই মেগা। 

Advertisement

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

 

আরও পড়ুন: প্রথম বাংলা অরিজিনাল গান প্রকাশ্যে এল 'নন্দী সিস্টার্স'-এর অন্তরার

লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টসের ব্যানারে আসছে 'বালিঝড়'। কেমন হবে ধারাবাহিকের গল্প? প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, রাজনৈতিক নেতা সমুদ্র সেনের (ভরত কল) মেয়ে ঝোড়া (তৃণা)। নির্বাচন জেতার পর রাজনৈতিক দলের দায়িত্ব সে মেয়ের হাতে তুলে দেওয়ার ঘোষণা করে। সেই সঙ্গে আরও একটি কথা ঘোষণা করে সে। তার দলের একনিষ্ঠ কর্মী মহার্ঘ বন্দ্যোপাধ্যায়ের (কৌশিক রায়) সঙ্গে মেয়ের বিয়ে দেবেন সমুদ্র সেন। এই খবর শুনেই স্রোত (ইন্দ্রাশিস), ঝোড়ার প্রেমিক সিদ্ধান্ত নেয়, অনেক দূরে চলে যাবে। এবার ত্রিকোণ প্রেম কোন দিকে এগোয় সেটাই এখন দেখার। 

 

Advertisement