Kaun Banega Crorepati, Amitabh Bachchan: পায়ে ফ্র্যাকচার, অসহ্য যন্ত্রণা নিয়েই KBC 13-র শ্যুটিং করছেন অমিতাভ

Amitabh Bachchan in KBC 13: চলছে কেবিসি-র সিজন ১৩। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সকল প্রতিযোগীদের অনবরত সাহস জোগান। পায়ে ফ্র্যাকচার নিয়ের গেম শোয়ের শ্যুটিং করছেন বিগ বি। আর সেই কথা নিজেই ব্লগে শেয়ার করলেন তিনি। 

Advertisement
পায়ে ফ্র্যাকচার, অসহ্য যন্ত্রণা নিয়েই KBC 13-র শ্যুটিং করছেন অমিতাভ  'কৌন বনেগা ক্রোড়পতি' -তে অমিতাভ বচ্চন
হাইলাইটস
  • চলছে 'কৌন বনেগা ক্রোড়পতি' -র সিজন ১৩।
  • পায়ে ফ্র্যাকচার নিয়ের গেম শোয়ের শ্যুটিং করছেন বিগ বি।
  • ব্যথা কম করতে মোজার মতো, একেবারে হালকা জুতো পরছেন তিনি।

Amitabh Bachchan in KBC 13: প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার জনপ্রিয় গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati) দর্শকদের মুগ্ধ করে আসছে। সঞ্চালক অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সকল প্রতিযোগীদের অনবরত সাহস জোগান। চলছে কেবিসি-র সিজন ১৩। পায়ে ফ্র্যাকচার নিয়ের গেম শোয়ের শ্যুটিং করছেন বিগ বি। আর সেই কথা নিজেই ব্লগে শেয়ার করলেন তিনি। 

অমিতাভ বচ্চন জানালেন যে, তাঁর পা ভেঙে গেছে। ফলস্বরূপ প্রবল যন্ত্রণা রয়েছে পায়ে। সম্পূর্ণ সুস্থ হতে অনন্ত ৪-৫ সপ্তাহ সময় লাগবে। এতদিন কাজ ফেলে রাখতে চাননি তিনি। তাই পায়ের যন্ত্রণা নিয়েই সারছেন 'কেবিসি'-র শ্যুটিং। নবরাত্রির বিশেষ পর্বের শ্যুটিং চলাকালীন, ট্রাডিশনাল পোশাকে দেখা গেল বলিউড শাহেনসাহকে। পায়ের প্লাস্টারের ছবিও শেয়ার করেছেন তিনি। ব্যথা যাতে কম হয়, সেজন্যে মোজার মতো, একেবারে হালকা জুতো পরে শ্যুটিং করছেন তিনি। 

amitabh bachchan shoots for Kaun Banega Crorepati despite having toe fracture

আরও পড়ুন: স্বস্তিকার এই শাড়ি লুকগুলি বেছে নিতে পারেন পুজোর সাজ হিসাবে

'কৌন বনেগা ক্রোড়পতি'-র প্রতি সিজনের মতো এবারও প্রায় প্রতি পর্বেই থাকছে চমক। সাধারণ মানুষ ছাড়াও হটসিটে বসছেন একাধিক তারকারা। সেই তালিকায় রয়েছে সৌরভ গাঙ্গুলী, বীরেন্দ্র সেওয়াগ, দীপিকা পাড়ুকোণ, ফারহা খান সহ অন্যান্যরা। শুক্রবার প্রতীক গান্ধী ও পঙ্কজ ত্রিপাঠি উপস্থিত থাকবেন 'কেবিসি'-তে। 

আরও পড়ুন: ১ অক্টোবর থেকে OTT সাবস্ক্রিপশনে লাগু হবে RBI-র এই নয়া নিয়মগুলি!

প্রসঙ্গত, 'কেবিসি' ছাড়াও 'ব্রহ্মাস্ত্র', 'গুড বাই', 'মে ডে' -এর মতো একাধিক ছবিতে কাজ করছেন অমিতাভ বচ্চন। মহারাষ্ট্রে সিনেমা হল খোলার অনুমতি মিলেছে। তাই আশা করা যায় দর্শকেরা খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে দেখতে পারবেন তাঁর ছবিগুলি। 

 

Advertisement

POST A COMMENT
Advertisement