Mohna Maity: শুরু নতুন মেগার জার্নি, এদিকে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা! কীভাবে সামলাচ্ছেন মোহনা?

Bengali Television Actress Mohna Maity: শীঘ্রই আসছে তাঁদের নতুন ধারাবাহিক 'তুই আমার হিরো'। এক দিকে যেমন নতুন জার্নি শুরু, অন্যদিকে এই মুহূর্তে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় চলছে মোহনার। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ছাত্রী অভিনেত্রী।

Advertisement
শুরু নতুন মেগার জার্নি, এদিকে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা! কীভাবে সামলাচ্ছেন মোহনা?

বাংলা টেলিভিশনের চেনা মুখ মোহনা মাইতি। একের পর এক ধারাবাহিকের মাধ্যমে সকলের মন জয় করছেন তিনি। এবার অভিনেত্রী জুটি বাঁধবেন রুবেল দাসের সঙ্গে। শীঘ্রই আসছে তাঁদের নতুন ধারাবাহিক 'তুই আমার হিরো'। এক দিকে যেমন নতুন জার্নি শুরু, অন্যদিকে এই মুহূর্তে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় চলছে মোহনার। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ছাত্রী অভিনেত্রী। কাজের পাশাপাশি পড়াশোনাও সামলাচ্ছেন মন দিয়ে। 

৩ মার্চ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এজন্যে বেশ কিছুদিন ধরেই প্রচণ্ড ব্যস্ত তিনি। তার মধ্যে আবার বিজ্ঞানের ছাত্রী। স্বাভাবিকভাবেই বাড়তি চাপ রয়েছে। এরই মাঝে প্রোমো শ্যুট করেছেন। এক দিনে নতুন সিরিয়ালের শ্যুটিংয়ের চাপ, অন্য দিকে পরীক্ষার চিন্তা। ফলস্বরূপ দু'দিক একসঙ্গে সামাল দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে মোহনাকে। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mohana Maiti (@mohana_maiti)

 

জানা যাচ্ছে, মোহনার প্রিয় বিষয় অঙ্ক ও ইংরেজি। পদার্থ বিজ্ঞান খুব কঠিন লাগে। ভবিষ্যতে অঙ্ক নিয়েই স্নাতক করার ইচ্ছা আছে নায়িকার। তবে কীভাবে কাজ- পড়াশোনা সামাল দিচ্ছেন তিনি? নিজেই শেয়ার করলেন সংবাদমাধ্যমের সঙ্গে। মোহনা জানিয়েছেন,"দু'দিক সামলাতে হচ্ছে। পড়াশোনা আর অভিনয় দুটোই আমার জীবনে গুরুত্বপূর্ণ। মেকআপ রুমে বসেই পড়াশোনা করি। সকালে শ্যুটিংয়ে বেরোনোর আগে, এছাড়া শটের ফাঁকে ফাঁকে পড়ার চেষ্টা করি। তাই এই মুহূর্তে আমার হাতে একেবারেই সময় নেই।"    

 

 

প্রসঙ্গত, জি বাংলার 'গৌরী এল' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন  মোহনা মাইতি। এই মেগা দারুণ সফল হয়। এরপর 'কে প্রথম কাছে এসেছি'-র মাধ্যমে ছোটপর্দায় কামব্যাক করেন অভিনেত্রী। মধুবনী চরিত্রটিও বেশ পছন্দ করেন সকলে। অভিনয় জগতে পা রাখার আগে, 'ডান্স বাংলা ডান্স'-র প্রতিযোগী  ছিলেন তিনি। ফিনালে অবধি মোহনা ও তাঁর টিম না পৌঁছালেও, টেলি ইন্ডাস্ট্রিতে নিজের মাটি শক্ত করে ফেলেছেন তিনি। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement