Lokkhi Kakima Superstar end: শ্যুটিং শেষ 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর, রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

গত ৩১ ডিসেম্বর এই সিরিয়ালের শেষ শ্যুটিং হয়ে গিয়েছে। তবে এতদিন এই ধারাবাহিকের কলাকুশলীরা এই নিয়ে কিছুই বলেননি। এই সিরিয়ালের প্রধান চরিত্রে থাকা অপরাজিতা আঢ্য শুক্রবার সিরিয়ালের একটি দৃশ্যের ছবি পোস্ট করেন। যেখানে তিনি এবং দেবশংকর হালদার রয়েছেন। এই ছবির সঙ্গে দীর্ঘ একটি লেখা লেখেন অপরাজিতা।

Advertisement
শ্যুটিং শেষ 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর, রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণলক্ষ্মী কাকিমা সুপারস্টার ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • গত ৩১ ডিসেম্বর এই সিরিয়ালের শেষ শ্যুটিং হয়ে গিয়েছে।
  • এই সিরিয়ালের প্রধান চরিত্রে থাকা অপরাজিতা আঢ্য শুক্রবার সিরিয়ালের একটি দৃশ্যের ছবি পোস্ট করেন।
  • আগামী ৩০ জানুয়ারি নতুন সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’সম্প্রচার হবে।

ছোটপর্দা থেকে বহুবছর বিদায় নিয়েছিলেন অপরাজিতা আঢ্য ওরফে সকলের প্রিয় অপা দি। কিন্তু গত বছর তিনি টেলিভিশনে ফিরে আসেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’সিরিয়ালের মাধ্যমে। টিআরপি তালিকাতে প্রথম প্রথম ভালোই ফল করছিল এই ধারাবাহিক এবং লক্ষ্মী কাকিমা যেন ঘরের মেয়ে হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে এই সিরিয়ালটিও নাকি বন্ধ হওয়ার মুখে। আর লক্ষ্মী কাকিমা সুপারস্টার-এর স্লটে চলে আসবে নতুন সিরিয়াল ইচ্ছ পুতুল।

আবেগঘন পোস্ট অপরাজিতা আঢ্যের
গত ৩১ ডিসেম্বর এই সিরিয়ালের শেষ শ্যুটিং হয়ে গিয়েছে। তবে এতদিন এই ধারাবাহিকের কলাকুশলীরা এই নিয়ে কিছুই বলেননি। এই সিরিয়ালের প্রধান চরিত্রে থাকা অপরাজিতা আঢ্য শুক্রবার সিরিয়ালের একটি দৃশ্যের ছবি পোস্ট করেন। যেখানে তিনি এবং দেবশংকর হালদার রয়েছেন। এই ছবির সঙ্গে দীর্ঘ একটি লেখা লেখেন অপরাজিতা। তিনি লিখেছেন লক্ষ্মী কাকিমা সুপারস্টারের অন্তিম পর্ব, এটা তো খুব খারাপ লাগা। অভিনেত্রী তাঁর লেখার মাধ্যমে জানিয়েছেন যে এই ধারাবাহিক করতে গিয়ে তাঁর বড় পাওনা হল দেবশংকর দার সঙ্গে অভিনয় করার সুযোগ। এরপর অপরাজিতা আঢ্য দেবশংকর হালদারের ভূয়সী প্রশংসা করেন তাঁর পোস্টে। গোটা একবছর অপরাজিতা আঢ্য কাজ করেছেন দেবশংকর হালদারের সঙ্গে এই ধারাবাহিকে। দেবশংকর হালদারের স্ত্রী ছিলেন লক্ষ্মী কাকিমা। 

শেষ শ্যুটিংয়ের ছবি শেয়ার
সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়ালের শেষ শ্যুটিংযের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেতা রাজীব বোস। আগামী ২৯ জানুয়ারি এই সিরিয়ালের অন্তিম পর্ব সম্প্রচার হবে। এরপর পাকাপাকিভাবে ছোটপর্দা থেকে বিদায় নেবেন লক্ষ্মী কাকিমা, হংসিনীরা, দুলালরা। প্রসঙ্গত, এই সিরিয়ালের মাধ্যমেই টেলিভিশনে ফিরে এসেছিলেন অপরাজিতা আঢ্য। গতবছর ১৪ ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু করে এই সিরিয়াল। সোম থেকে শনি প্রতিদিন রাত সাড়ে আটটার সময় সম্প্রচারিত হত ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। তবে ‘রাঙা বউ’ আসার কারণে লক্ষ্মী কাকিমাকে রাত দশটার সময় সরিয়ে দেওয়া হয়।

Advertisement

লক্ষ্মী কাকিমার পুরো টিম

 

আরও পড়ুন: Bengali serial: 'ধূলোকণা'র পর আবার নতুন ভূমিকায় মৈনাক, শীঘ্রই শ্যুটিং শুরু

১০ মাস ধরে চলেছে লক্ষ্মী কাকিমা
এই ধারাবাহিক এক গৃহিনীর স্বপ্নপূরণের গল্প বলে। ধীরে ধীরে এই ধারাবাহিকে অসংখ্য মোড় আসতে থাকে। মাঝে অপরাজিতা আঢ্য ওরফে লক্ষ্মী কাকিমা নাকি অর্ন্তঃসত্ত্বা এটা দেখানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখেও পড়তে হয়েছে এই ধারাবাহিককে। ১০ মাস ধরে দর্শকদের মনোরঞ্জন দেওয়ার পর অবশেষে বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। 

ইচ্ছ পুতুল সিরিয়াল

শুরু হবে ‘ইচ্ছে পুতুল’
আগামী ৩০ জানুয়ারি নতুন সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’সম্প্রচার হবে। মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা ও শ্বেতাকে প্রধান চরিত্রে দেখা যাবে এই সিরিয়ালে। এই ধারাবাহিকের গল্প দুই বোনকে নিয়ে। মৈনাক এই সিরিয়ালে এক অধ্যাপকের ভূমিকায় অভিনয় করবেন। ‘ধূলোকণা’ শেষ হওয়ার পর সেভাবে ছোটপর্দায় দেখা যায়নি মৈনাককে। তবে এবার এই সিরিয়ালে প্রধান চরিত্রের মাধ্যমে ফিরে এলেন টেলিভিশনে। শ্বেতাকেও ‘ধূলোকণা’ সিরিয়ালে দেখা যেত মৈনাকের সঙ্গে তবে জুটি হিসাবে নয়। এই নতুন ধারাবাহিক ইচ্ছে পুতুল-এ ত্রিকোণ প্রেম দেখা যেতে পারে। আগামী ৩০ জানুয়ারি থেকে সোম থেকে শুক্র প্রতিদিন রাত দশটার সময় সম্প্রচারিত হবে ‘ইচ্ছে পুতুল’। 


 

POST A COMMENT
Advertisement