Aishani De: পরীক্ষা চলাকালীনও শ্যুটিং করেছেন! CBSE-তে কেমন ফল হল ছোটপর্দার 'ময়না'-ঐশানীর?

Bengali Television Actress: শুরুর থেকে সকলের মন জয় করছেন অভিনেত্রী। এমনকী সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুগামীদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। অনেকের অজানা, জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় চলছিল ঐশানীর। এবছর দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছেন তিনি।

Advertisement
পরীক্ষা চলাকালীনও শ্যুটিং করেছেন! CBSE-তে কেমন ফল হল ছোটপর্দার 'ময়না'-ঐশানীর?ঐশানী দে (ছবি: ইনস্টাগ্রাম)

দর্শকেরা তাঁকে ময়না নামে চেনে। টেলিপাড়ায় এখন চেনা মুখ অভিনেত্রী ঐশানী দে অর্থাৎ 'পূবের ময়না'-র ময়না। ধারাবাহিক শেষ হয়েছে কিছু দিন হল। তবে শুরুর থেকে সকলের মন জয় করছেন অভিনেত্রী। এমনকী সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুগামীদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। অনেকের অজানা, জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় চলছিল ঐশানীর। এবছর দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছেন তিনি। পরীক্ষার মধ্যেও শ্যুটিং চালিয়ে গিয়ছেন। বাস্তবে কেমন স্কোর করল সকলের প্রিয় ময়না?

মঙ্গলবার ফল প্রকাশ হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র। ঐশানীর মা অঞ্জনা দে মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান কেমন হয়েছে তাঁর মেয়ের রেজাল্ট। তিনি জানান, অভিনেত্রীর রেজাল্ট খুবই ভাল হয়েছে। তিনি ৯২ শতাংশ নম্বর পেয়েছেন। ৩টি বিষয়ে প্রায় ১০০-র কাছাকাছি নম্বর আছে। এর মধ্য়ে রয়েছে পেইনটিং, পলিটিক্যাল সাইন্স ও মাস মিডিয়া। তিনি আঁকাআঁকি করতে খুবই ভালোবাসেন। ফলে প্রধান বিষয় হল পেইনটিং। সেটাতে ও খুবই ভাল স্কোর করেছেন ঐশানী। ৬০০-র মধ্যে ৫৩০ পেয়েছেন। এই তিনটি বিষয়ের জন্য গোটা দেশে ১২.৫ র‍্যাঙ্কিং-এ পেয়েছেন ঐশানী। 

অঞ্জনা দে মুখোপাধ্যায় আরও জানান, যখন ঐশানীর পরীক্ষা চলছিল তখন  শ্যুটিংও চলছিল। পরীক্ষা দিয়ে তিনি শ্যুটিং করতে গিয়েছেন। এদিকে রাতে হয়তো মাত্র ১-২ ঘণ্টা পড়ার সময় পেয়েছেন। তারপরেও এরকম রেজাল্ট করায় সকলে খুশি। যেহেতু কাজ করতে করতে তিনি পড়াশোনা করেছেন, তাই পরিবারের তরফ থেকেও অভিনেত্রীকে খুব একটা চাপ দেওয়া হয়নি। তবে ঐশানীর জেদ ছিল, অভিনয় করে পড়াশোনা হয় না, এই ভুল ধারণা ভাঙবেন। 

জানা যাচ্ছে, ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করবেন, এখনও এই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি ঐশানী।  মিডিয়া- ফিল্ম স্টাডিজ  বা 'লিঙ্গুইস্টিকস' (ভাষাতত্ত্ব) নিয়ে পড়ার কথা ভাবছেন। এছাড়াও আইএএস বা আইএফএস- দেওয়ারও ইচ্ছে রয়েছে। আবার রাষ্ট্রবিজ্ঞানে যেহেতু  বেশি নম্বর আছে, তাই সেটা নিয়েও এগোতে পারেন। এখনও সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠেনি। তবে ঐশানী আপাতত চার বছর পড়াশোনাতেই মন দিতে চান। ধারাবাহিকে এই মুহূর্তে কাজ নাও করতে পারেন ঐশানী। তবে পড়াশোনার পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাবেন। ছবি বা সিরিজে অভিনয়ের সুযোগ পেলে সেই কাজ করতে চান পর্দার ময়না। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement