scorecardresearch
 

ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ে! পুরুলিয়ায় রওনা দিয়ে বিয়ের খুঁটিনাটি শেয়ার করলেন রুদ্রজিৎ- প্রমিতা

টলি পাড়ায় চলছে বিয়ের মরসুম। তার মধ্যে আবার প্রেমের সপ্তাহ! বসন্তের আগেই চারিদিকে যেন প্রেম প্রেম গন্ধ। আর ভ্যালেন্টাইনস ডে-তেই বিয়ে করবেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রুদ্রজিৎ মুখার্জি (Rudrajit Mukherjee) ও প্রমিতা চক্রবর্তী (Promita Chakrabartty)। পুরুলিয়ায় সম্পন্ন হবে তাঁদের এই বিয়ে। আজতক বাংলার সঙ্গে কথা বললেন হবু দম্পতি।

Advertisement
ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ে রুদ্রজিৎ- প্রমিতার (ছবি সৌজন্য: শিলাদিত্য দত্ত) ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ে রুদ্রজিৎ- প্রমিতার (ছবি সৌজন্য: শিলাদিত্য দত্ত)
হাইলাইটস
  • ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ে রুদ্রজিৎ মুখার্জি ও প্রমিতা চক্রবর্তীর।
  • পুরুলিয়ায় বাগদান ও আইনী বিয়ে সারবেন তাঁরা।
  • দীর্ঘ আড়াই বছরের সম্পর্ক তাঁদের পরিণতি পেতে চলেছে।

টলি পাড়ায় চলছে বিয়ের মরসুম। তার মধ্যে আবার প্রেমের সপ্তাহ! বসন্তের আগেই চারিদিকে যেন প্রেম প্রেম গন্ধ। আর ভ্যালেন্টাইনস ডে-তেই বিয়ে করবেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রুদ্রজিৎ মুখার্জি (Rudrajit Mukherjee) ও প্রমিতা চক্রবর্তী (Promita Chakrabartty)। পুরুলিয়ায় সম্পন্ন হবে তাঁদের এই বিয়ে। আজতক বাংলার সঙ্গে কথা বললেন হবু দম্পতি। 

ডেস্টিনেশন ম্যারেজ! রাত পোহালেই আইনত স্বামী- স্ত্রী হবেন অভিনেতা রুদ্রজিৎ মুখার্জি ও অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। ১৪ ফেব্রুয়ারি, রবিবার, পুরুলিয়ায় রুদ্রজিতের বাড়িতেই হবে তাঁদের বাগদান ও আইনী বিয়ে। তাই শনিবারই রওনা দিয়েছেন লাভ- বার্ডস। যেতে যেতেই বিশেষ দিনের খুঁটিনাটি শেয়ার করলেন তাঁরা। 

 রুদ্রজিৎ মুখার্জি ও প্রমিতা চক্রবর্তী

'সাত ভাই চম্পা'-র সেট থেকেই সম্পর্ক শুরু হয় প্রমিতা- রুদ্রজিতের। এরপর প্রায় ২.৫‌ বছরের সম্পর্ক এবার পরিণতি পেতে চলেছে।   প্রমিতা বললেন, "অন্য রকম এক অনুভূতি হচ্ছে। খুব ভালো লাগছে। এখন এনগেজমেন্ট আর রেজিস্ট্রি ম্যারেজ করবো আমরা। সব ঠিক থাকলে ২০২১ -এর শেষে বা ২০২২-এর শুরুতে সামাজিক বিয়ে হবে। করোনা পরিস্থিতি এবং এতটা দূরে বলে ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবদের এখন ডাকতে পাচ্ছি না। সামাজিক বিয়েতে সবাইকে ডাকবো।"

আরও পড়ুন: নিন্দুকদের কটাক্ষ প্রসেনজিতের, 'সিনেমাহল অনেকটা আমার কেরিয়ারের মতো

অন্যদিকে খুব উৎসাহিত রুদ্রজিৎ। তিনি জানালেন, "বাড়িতে সব আত্মীয় পরিজনেরা ইতিমধ্যে চলে এসেছেন। মনে হচ্ছে না এটা এনগেজমেন্ট করছি আমরা, বারবার মনে হচ্ছে সামাজিক বিয়েই হচ্ছে। আমরা লকডাউনের মধ্যেই ঠিক করেছি যে ১৪ ফেব্রুয়ারি এনগেজমেন্ট করবো। খুব উৎসাহিত আমি, এতদিনের একটা প্রতিক্ষিত দিন আসতে চলেছে। " 

 রুদ্রজিৎ মুখার্জি ও প্রমিতা চক্রবর্তী

ওয়েস্টার্ন পোশাকেই সাজবেন এদিন দুজনে। প্রমিতা বললেন, " যেহেতু আমরা আংটি বদল করবো, তাই পীচ রঙা লং গাউন পরবো আমি। সঙ্গে থাকবে মানানসই গয়না। আর রুদ্র পরবে স্যুট।"

Advertisement

শুরুর দিন থেকে কতটা বদলেছে সম্পর্কের সমীকরণ? রুদ্রজিতের কথায়, " যত দিন গেছে আমাদের সম্পর্ক ও বন্ডিং আরও ভালো হয়েছে। শুরুতে একে অপরকে জানতে- বুঝতে একটু সময় লেগেছিল।   এখন এই সময়ে এসে দাঁড়িয়ে  মনে হয়, আমরা দুজনেই একদম ঠিক মানুষকেই বেছে নিয়েছি।"

 রুদ্রজিৎ মুখার্জি ও প্রমিতা চক্রবর্তী

প্রেম দিবসে বিয়ে, একে অপরকে কী উপহার দিচ্ছেন তাঁরা? হবু বরের উত্তর, "(জোড়ে হেসে) আমায় পাচ্ছে, এটাই তো ওঁর সবচেয়ে বড় উপহার। এই বছর ভ্যালেন্টাইনস সপ্তাহের রোজই কোনও না কোনও উপহার এবং চমক দিয়েছি। দরজা খুলে দেখতে পেয়েছে কখনও ডেলিভারি বয় গোলাপ, তো কখনও চকোলেট নিয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া ১৪ তারিখ এত বড় একটা ইভেন্ট, তাই মূলত সেদিন এই সবেই কাটবে।" 

আরও পড়ুন: ফের সানাই বাজলো 'খড়কুটো'-তে! গুনগুনের পর এবার বিয়ের পিঁড়িতে বসছেন 'পুটু পিসি' 

কাজের থেকে তিন থেকে চারদিনের বিরতি নিয়েছেন তাঁরা। 'সাত ভাই চম্পা'-এর  রাঘবেন্দ্র ও পারুলের চরিত্রে অভিনয় করেছিলেন রুদ্রজিৎ- প্রমিতা। এখন 'জীবন সাথী' - ধারাবাহিকে তূর্ণ চরিত্রে রুদ্রজিৎ যথেষ্ট জনপ্রিয়। প্রমিতাও 'এখানে আকাশ নীল'-এর ঝিনুক চরিত্রে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন বাঙালিদের।

Advertisement