Sabyasachi- Susmili: সাধক রামপ্রসাদ রূপে টেলিভিশনে ফিরছেন সব্যসাচী, অভিনেতার স্ত্রীয়ের চরিত্রে সুস্মিলি?

Sabyasachi Chowdhury- Susmili Acharjya: বামাক্ষ্যাপার চরিত্রে সকলের মন জয় করার পর, এবার সাধক রামপ্রসাদ রূপে ছোট পর্দায় ধরা দেবেন সব্যসাচী। বেশ কয়েকদিন ধরেই একথা কানাঘুষো শোনা যাচ্ছে। এবার সামনে এল নতুন তথ্য। 

Advertisement
সাধক রামপ্রসাদ রূপে টেলিভিশনে ফিরছেন সব্যসাচী, অভিনেতার স্ত্রীয়ের চরিত্রে সুস্মিলি? সব্যসাচী চৌধুরী ও সুস্মিলি আচার্য

টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) মৃত্যুর পর কেটে গেছে প্রায় দেড় মাস। অভিনেত্রীর প্রয়াণের পর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তাঁর বন্ধু- প্রেমিক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। মাঝে কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। তবে এবার শোনা যাচ্ছে কাজে ফিরছেন অভিনেতা। বামাক্ষ্যাপার (Bamakyapa) চরিত্রে সকলের মন জয় করার পর, এবার সাধক রামপ্রসাদ (Sadhak Ramprasad) রূপে ছোট পর্দায় ধরা দেবেন সব্যসাচী। বেশ কয়েকদিন ধরেই একথা কানাঘুষো শোনা যাচ্ছে। এবার সামনে এল নতুন তথ্য। 

টেলিপাড়া সূত্রের খবর অনুযায়ী, এই ভক্তিমূলক ধারাবাহিকে (Devotional Serial) সব্যসাচী চৌধুরীর বিপরীতে দেখা যাবে টেলি অভিনেত্রী সুস্মিলি আচার্যকে (Susmili Acharjya)। এর আগে 'সৌদামিনীর সংসার' -এ মুখ্য চরিত্রে ছিলেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন 'করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব'-তে।

আরও পড়ুন: একে অপরকে টেক্কা দিচ্ছেন টলি নায়িকারা! দেখুন এবারের শীতের ফ্যাশন ট্রেন্ড

যদিও এখন পর্যন্ত এবিষয় মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। এমনকী মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা- কলাকুশলীরা। তবে খবর অনুযায়ী, সুরিন্দর ফিল্মসের এই ধারাবাহিকের প্রোমো শ্যুট হয়ে গেছে ইতিমধ্যে। সব ঠিক থাকলে আগামী মাস থেকে শ্যুটিং শুরু হবে। 

আরও পড়ুন: সৃজিতের 'পদাতিক'-এ বড় চমক, চঞ্চলের বিপরীতে মৃণাল পত্নী রূপে মনামী

সব্যসাচীকে শেষ বার ছোট পর্দায় দেখা গিয়েছিল 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে। এরপর 'ভাগাড়' ওয়েব সিরিজে তিনি ছিলেন মুখ্য চরিত্রে। এই সিরিজে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলাও। তবে একে অপরের বিপরীতে দেখা যায়নি তাঁদের। মাঝে কার্যত ঝড় বয়ে গেছে সব্যসাচীর জীবনে। নিজেকে বেশ কিছু দিন সকলের আড়ালে রেখেছিলেন তিনি। এবার ধীরে ধীরে ছন্দে ফিরছেন। যা শুনে দারুণ খুশী অভিনেতার ফ্যানেরা। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement